সোমবার, ১৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

লক্ষ্মীপুরে পুলিশের লাঠিপেটা, খাগড়াছড়িতে যুবলীগের হামলা

খাগড়াছড়ি ও লক্ষ্মীপুর প্রতিনিধি

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে যুবদলের বিক্ষোভ

লক্ষ্মীপুরের তেমুহনীতে যুবদল নেতা-কর্মীদের পুলিশের ধাওয়া -বাংলাদেশ প্রতিদিন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে দেশের বিভিন্ন এলাকায় যুবদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি পালন কালে লক্ষ্মীপুরে পুলিশের বিরুদ্ধে নেতা-কর্মীদের লাঠিচার্জের অভিযোগ উঠেছে। খাগড়াছড়িতে যুবদল-যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। যুবলীগের হামলায় ২৫ নেতা-কর্মী আহত হয়েছে বলে অভিযোগ করেছে যুবদলের নেতারা। এছাড়া প্রতিনিধিদের পাঠানো খবর-

খাগড়াছড়ি : খাগড়াছড়িতে যুবদল ও যুবলীগ পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে। কর্মসূচিকে ঘিরে শহরে উত্তেজনার সৃষ্টি হয়েছে। সতর্ক অবস্থায় ছিল পুলিশ। যুবলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন স্থানে হামলায় ২৫ নেতা-কর্মী আহতের অভিযোগ করেছে যুবদলের নেতৃবৃন্দ। অপরদিকে বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অপতৎপরতা বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করতে শহরের নারিকেল বাগান এলাকায় জেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপস্থিত হোন যুবলীগের নেতা-কর্মীরা। এদিকে, শহরের কলাবাগান এলাকায় কেন্দ্রীয় কমসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ করেছে  জেলা যুবদল। সমাবেশে বক্তারা বলেন, যুবলীগের কর্মসূচি ও বিভিন্ন স্থানে তাদের হামলায় যুবদলের ২৫ নেতা-কর্মী আহত হয়েছে। লক্ষ্মীপুর : দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে খন্ড খন্ড মিছিল নিয়ে আসার পথে লক্ষ্মীপুরে যুবদলের নেতা-কর্মীদের ওপর পুলিশ লাঠিপেটা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে ১০ জন আহত হয়েছেন।  সন্ধ্যায় লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর তেমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে, লাঠিপেটা করা হয়নি। রাস্তায় যানজট এড়াতে তাঁদের সরিয়ে দেওয়া হয়েছে। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি জসিম উদ্দিন বলেন, নেতা-কর্মীদের ওপর লাঠিপেটা করা হয়নি। রাস্তায় যেন যানজট না হয়, এ জন্য নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর