মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

অচলপ্রায় পৌর বাস টার্মিনাল

জামান আখতার, চুয়াডাঙ্গা

দীর্ঘ ২৮ বছরেও পুরোপুরি চালু হয়নি চুয়াডাঙ্গা পৌর বাস টার্মিনালটি। টার্মিনালের বেশির ভাগ ঘর এখনো বন্ধ হয়ে পড়ে আছে। পড়ে থেকেই জরাজীর্ণ হয়ে গেছে টার্মিনালটি। হাতে গোনা কয়েকটি টিকিট কাউন্টার খোলা থাকে। ব্যবহার না হওয়ায় টার্মিনালের অনেক কিছুই চুরি হয়ে গেছে। দু-একটি ঘরে বসে তাসের আড্ডা। টার্মিনালের ভিতরের কয়েকটি ঘর হয়ে গেছে শৌচাগার। পৌরসভা সূত্রে জানা গেছে, শহরের সন্নিকটে চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে ১৯৯৩-৯৪ সালের দিকে নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। তখন চুয়াডাঙ্গা পৌরসভার চেয়ারম্যান ছিলেন অহিদুল ইসলাম বিশ্বাস। স্থানীয়রা জানান, শহরের মধ্যে একাধিক স্থানে টিকিট কাউন্টার এবং যাত্রী ওঠানামার ব্যবস্থা থাকায় টার্মিনালটি পূর্ণাঙ্গ রূপ পায়নি। ফলে যাত্রীরাও আর টার্মিনালমুখী হননি। একই কারণে শহরেও দেখা দেয় যানজট। পৌর এলাকার বাসিন্দা মশিউর রহমান বলেন, পরিবহন মালিকদের সদিচ্ছার অভাবে বাস টার্মিনাল অচল হয়ে পড়ে আছে।

 

সর্বশেষ খবর