মঙ্গলবার, ১৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

নাটোরে মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে হত্যার অভিযোগ

নাটোর প্রতিনিধি

নাটোর শহরের হরিশপুরে একটি মাদক নিরাময় কেন্দ্রে ভর্তি করার দুই ঘণ্টা পর সবুজ আহমেদ (২১) নামে মাদকাসক্ত যুবকের মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। কেউ বলছেন অতিরিক্ত ও বিষাক্ত মদ পানের কারণে তার মৃত্যু হয়েছে। স্বজনদের দাবি, রিহ্যাব সেন্টারে ভর্তির পর চিকিৎসার নামে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে রিহ্যাব সেন্টার কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করেছেন। নিহত যুবক শহরের ভবানীগঞ্জ মহল্লার জাঙ্গাঙ্গীর আলমের ছেলে। শহরের হরিশপুরে অবস্থিত ‘নাটোর রিহ্যাব সেন্টার’ নামের মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে এই ঘটনা ঘটে। চিকিৎসার জন্য গত রবিবার রাত ৯টায় ভর্তি হওয়ার দুই ঘণ্টা পর ওই যুবকের মৃত্যু হয়। সবুজকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেছে নিহতের পরিবার। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অতিরিক্ত বা বিষাক্ত মাদকদ্রব্য সেবনের ফলে বিষক্রিয়ায় তার মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে নির্যাতন বা অতিরিক্ত মাদক সেবনে তার মৃত্যু হয়েছে কি না দুটি বিষয়কে প্রাধান্য দিয়ে অধিকতর তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন সদর থানার ওসি।

 

সর্বশেষ খবর