বুধবার, ১৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সারা দেশে বর্ণাঢ্য আয়োজন

গাজীপুরে কেক কাটছেন অতিথিরা -বাংলাদেশ প্রতিদিন

দেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন দুই যুগে প্রবেশ করেছে গতকাল। দিবসটি উপলক্ষে জেলা-উপজেলায় আয়োজন করা হয় বর্ণঢ্য অনুষ্ঠান। এর মধ্যে ছিল আলোচনা সভা, কেক কাটা, সম্মাননা প্রদান ও দোয়া। অনুষ্ঠানে অংশ নেওয়া অতিথিরা বাংলাদেশ প্রতিদিনের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।  নেত্রকোনা : প্রেস ক্লাবের হলরুমে অনুষ্ঠানে এম মোখলেছুর রহমান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কাজি আবদুর রহমান। পটুয়াখালী : শহরের টাউন কালিকাপুর এলাকার চৌরাস্তা সংলগ্ন দক্ষিণবঙ্গ বৃদ্ধাশ্রমে বয়স্কদের নিয়ে কেক কাটা হয়। এ সময় উপস্থিত ছিলেন কাজী সামশুর রহমান ইকবাল, স্বপন ব্যানার্জি। লক্ষ্মীপুর : জেলা প্রেস ক্লাব হলরুমে আলোচনা সভা ও কেক কাটা হয়। এর আগে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে বের হয় বর্ণাঢ্য র‌্যালি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন। সভাপতিত্ব করেন হোসাইন আহমদ হেলাল। মৌলভীবাজার : প্রেস ক্লাব মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-৩ আসনের এমপি নেছার আহমদ। চাঁদপুর : প্রেস ক্লাব হলরুমে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ওচমান গনি পাটোয়ারি। ফরিদপুর : থানা রোড থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূর্ব খাবাসপুর মোড়ে গিয়ে শেষ হয়। পরে কেক কাটা, আলোচনা সভায় কামরুজ্জামান সোহেলের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন শামীম হক। রাঙামাটি : রেইনবো রেস্টুরেন্টে উনুষ্ঠান সূচনা করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান রোমান। ফাতেমা জান্নাত মুমুর সঞ্চলনায় উপস্থিত ছিলেন সাখাওয়াৎ হোসেন রুবেল, এ কে এম মকছুদ আহমেদ। টাঙ্গাইল : জেলা প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটোরিয়ামে টাঙ্গাইল-৮ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম প্রধান অতিথি থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন। হবিগঞ্জ : জেলা প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পুলিশ সুপার এস এম মুরাদ আলী। ভোলা : হাবিবুর রহমানের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মমিন টুলু। পরে অতিথিরা কেক কাটেন। শরীয়তপুর : শহরের চৌরঙ্গি মোরে এসআইআইটি কার্যালয়ে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পারভেজ হাসান। সিদ্ধিরগঞ্জ : শিমরাইল মোড়ের হাজি ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স তাজমহল চাইনিজ রেস্টুরেন্টে মোহাম্মদ হোসেন চিশতী সিপলুর সভাপতিত্বে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মজিবুর রহমান, ইয়াছিন মিয়া প্রমুখ। ভালুকা : ভালুকা প্রেস ক্লাব মিলনায়তনে কেক কাটেন আবুল কালাম আজাদ। অনুষ্ঠান উদ্বোধন করেন রফিকুল ইসলাম পিন্টু। সাভার : ঢাকার সাভার উপজেলা পরিষদর মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দুর্যোগব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাজহারুল ইসলাম।  গাজীপুর : জেলা প্রশাসকের ভাওয়াল সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আনিসুর রহমান। খায়রুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আবুল কালাম, আনোয়ার সাদাত সরকার, রেজওয়ান আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন। কক্সবাজার : প্রেস ক্লাবে বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু তাহের চৌধুরী। মাদারীপুর : জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয় থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। এ ছাড়া জেলা সাংবাদিক কল্যাণ সমিতি কার্যালয়ে আলোচনা সভা ও কেক কাটা হয়। কিশোরগঞ্জ : জেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ। এছাড়া জামালপুর, ফেনী, দিনাজপুর, রাজবাড়ী, সিলেটের বিশ্বনাথ ও ফরিদপুরের বোয়ালমারীতে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সর্বশেষ খবর