বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা
জেলা আওয়ামী লীগের সম্মেলন

পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে ফরিদপুর

কামরুজ্জামান সোহেল, ফরিদপুর

পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে ফরিদপুর

ফরিদপুর জেলা আওয়ামী লীগের সম্মেলন এবং কমিটি গঠনকে সামনে রেখে ইতোমধ্যেই চাঙা হয়ে উঠেছে দলের নেতা-কর্মীরা। কেন্দ্র থেকে জেলা কমিটিকে ১২ মে সম্মেলনের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হয়েছে। এই তারিখ সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছেন নেতারা। সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই দলীয় পদ পেতে নেতারা দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন। দলের সভাপতি ও সাধারণ সম্পাদক পদের প্রার্থীদের ফেস্টুন ঝুলছে এখন শহরময়। বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নেতারা তাদের নিজ নিজ কর্মী ও সমর্থকদের ধরে রাখার চেষ্টায় রয়েছেন। পাশাপাশি কেন্দ্রীয় নেতাদের নজরে আসতে অনেকেই প্রচার-প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। সম্মেলনের দিন যতই সামনে আসছে ততই বাড়ছে প্রার্থীদের সংখ্যা। দলের রাজনীতিতে যারা কোনো দিনই সক্রিয় ছিলেন না এমন প্রার্থীদের পোস্টার ও ফেস্টুন টানিয়েছেন প্রার্থীদের পক্ষে তাদের নেতা-কর্মীরা। তবে দলের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় যারা জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন এমন প্রার্থীদের সংখ্যাও কম নয়। আওয়ামী লীগের সম্মেলন এবং নতুন কমিটি গঠনের দিকে তাকিয়ে আছে জেলাবাসী। গত দুই বছরে ফরিদপুর জেলায় আওয়ামী লীগের রাজনীতিতে নানা ঘটনার প্রেক্ষিতে দেশব্যাপী আলোচনার কেন্দ্র বিন্দুতে ছিল এ জেলার রাজনীতি। আগামী সম্মেলন নিয়ে আগ্রহের শেষ নেই দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের মধ্যে। গোটা জেলাজুড়ে এখন সরব আলোচনা চলছে কে হচ্ছেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক। সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের ফেস্টুন আর ব্যানার লাগানো হচ্ছে শহরজুড়ে। সভাপতি ও সাধারণ সম্পাদক ব্যতীত অন্যপদ প্রত্যাশীদের কোনো ব্যানার-ফেস্টুন চোখে পড়েনি। তাছাড়া ওই দুই পদ বাদে অন্যপদের জন্য কারোর নামও শোনা যাচ্ছে না। এছাড়া বেশ কয়েকজনের নাম শোনা গেলেও তাদের কোনো ব্যানার-ফেস্টুন চোখে পড়েনি। কাউন্সিলকে সামনে রেখে ইতোমধ্যেই উৎসবমুখর আমেজ বিরাজ করছে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। পদ প্রত্যাশী নেতারা জোর লবিং চালিয়ে যাচ্ছেন। বিগত দিনের কর্মকাণ্ডের ফিরিস্তি তুলে ধরে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা চালাচ্ছেন। নেতাদের অনুসারীরাও বসে নেই। তারা তাদের স্ব স্ব নেতাদের প্রত্যাশিত পদে ‘দেখতে চাই’ সম্বলিত ব্যানার ও ফেস্টুন টানিয়েছেন শহরের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে। দিন যতই ঘনিয়ে আসছে ততই লম্বা হচ্ছে পদ প্রত্যাশী নেতাদের নামের তালিকা। জেলা আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা হলে তারা জানান, এবারের সম্মেলন হবে ভিন্নরকম। বিগত দিনে যারা দলীয় ‘পদ পদবী’ ব্যবহার করে অবৈধ সম্পদ উপার্জন করেছেন কিংবা রাজনীতিতে সক্রিয় অবস্থানে ছিলেন না তাদের বিষয়ে কেন্দ্র এবার কঠোর অবস্থানে রয়েছে। এবার ইচ্ছে করলেই যে কেউ পদ পদবী পাবেন না। বর্তমান কমিটিতে অনেক বিএনপি নেতা বড় বড় পদ পেয়েছিলেন। বিগত দিনে যারা দলের ত্যাগী নেতাদের বাদ দিয়ে ভিন্ন মতের লোকদের দলে ঢুকিয়েছিলেন তারা এখন বিতাড়িত।

 

সর্বশেষ খবর