বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

ছিনতাইকারীদের ছুরিকাঘাতে খুন হন শরিফুল, গ্রেফতার ৩

গার্মেন্ট কর্মী শরিফুল ইসলাম হত্যায় জড়িত সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে গাজীপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানার দিঘিরচালা ও শিমুলতলী থেকে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন শাজাহান আলী, রাজীব হোসেন ও আল আমিন। মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর পিবিআইর পরিদর্শক মো. হাফিজুর রহমান জানান, ২০২০ সালের ২০ নভেম্বর রাতে গাজীপুর চান্দনা চৌরাস্তার পশ্চিম পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পশ্চিম পাশে সেবা হাসপাতালসংলগ্ন ছিনতাইকারীদের হাতে খুন হন গার্মেন্ট কর্মী শরিফুল ইসলাম। -গাজীপুর প্রতিনিধি

জেল থেকে মুক্তি পেয়ে খুন

জেল থেকে মুক্তি পেয়েছিলেন গতকাল বেলা ১১টায়। নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে এলাকায় আসার পরই তাকে ছুরিকাঘাত করা হয়। নাজমুল হাসান (২৭) নামে ওই মাদক ব্যবসায়ীকে তার সহযোগী দুই মাদক ব্যবসায়ী ছুরিকাঘাত করে। ঘটনাটি সিদ্ধিরগঞ্জের ৬নং ওয়ার্ডের আইলপাড়া রেললাইন এলাকায় গতকাল দুপুর ১২টায় ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে দুপুর সোয়া ২টায় জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এলাকাবাসী জানায়, এলাকায় ফিরে মাদক বিক্রির টাকার ভাগবাটোয়ারা নিয়ে দ্বন্দ্বের জের ধরে স্থানীয় মাদক ব্যবসায়ী ইমন ও তার সহোদর রিপন ছুরিকাঘাত করে সহযোগী নাজমুলকে। -সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

টিসিবি পণ্য কালোবাজারির তদন্ত শুরু

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি’র পণ্য কালোবাজারে বিক্রির ঘটনায় গাজীপুর সিটি করপোরেশনের সচিব আব্দুল হান্নানকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির অপর সদস্যদ্বয় হলেন, গাজীপুর সিটি করপোরেশনের রাজস্ব কর্মকর্তা কাজী বজলুর রশিদ ও গাছা জোনের (অঞ্চল-৩) নির্বাহী কর্মকর্তা মাহমুদা শাহরীন মাধবী। তদন্ত কমিটিকে আগামী তিন কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ কমিটি গতকাল স্থানীয় বোর্ডবাজারে টিসিবিপণ্য ক্রেতা প্রতিষ্ঠান মা জেনারেল স্টোরের দোকান ও গোডাউন সিলগালা করেছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বলেন, ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। আমি নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং টিসিবি পণ্য যে প্রতিষ্ঠান থেকে উদ্ধার হয়েছে ওই প্রতিষ্ঠান ও এর গোডাউন সিলগালা করা হয়েছে। -গাজীপুর প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর