বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

পরিবহন শ্রমিকদের সংঘর্ষে থমথমে লালমনিরহাট

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রির অভিযোগে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন পরিবহন শ্রমিকরা। এ নিয়ে দ্বন্দ্বের জেরে চার দিন ধরে কয়েক দফায় সংঘর্ষে জড়িয়েছেন তারা। গতকাল সকালেও শহরে দুপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। চার দিন ধরে দফায় দফায় সংঘর্ষ ও ভাঙচুরের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে লালমনিরহাটে। এ সময় চারটি কাউন্টার ভাঙচুর করা হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে কঠোর অবস্থানে রয়েছে পুলিশও। বাসস্ট্যান্ড এলাকায় সার্বক্ষণিক মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ। পুলিশ জানায় দীর্ঘদিনের পুরাতন কমিটি দিয়ে চলছে বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন। পুরাতন কমিটির সভাপতি ও সম্পাদক শ্রমিকদের কার্যালয়ের জন্য কেনা জমি গোপনে বিক্রি করে দিয়েছেন। এমন গুজব ছড়িয়ে গেলে সাধারণ শ্রমিকদের মধ্যে ক্ষোভ তৈরি হয় এবং দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েন শ্রমিকরা। জানা যায়, শ্রমিকদের একটি পক্ষের নেতৃত্বে রয়েছেন শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ও কোষাধ্যক্ষ আনায়ারুল হক দুলু। অপর পক্ষের নেতৃত্বে রয়েছেন বর্তমান কমিটির সভাপতি আমিনুল ইসলাম ও সম্পাদক বুলবুল আহমেদ।

সর্বশেষ খবর