বৃহস্পতিবার, ২৪ মার্চ, ২০২২ ০০:০০ টা

প্রণোদনার টাকা না দেওয়ায় অবরুদ্ধ হাসপাতাল পরিচালক

ফরিদপুর প্রতিনিধি

করোনাকালীন সেবা প্রদানের সময় চিকিৎসক, সেবিকা, ওয়ার্ডবয়দের জন্য সরকার নির্ধারিত প্রণোদনার টাকা না দিয়ে ফেরত দেওয়ায় বিক্ষোভ করেছেন ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের সেবিকা, ওয়ার্ডবয় ও কর্মচারীরা। একপর্যায়ে বিক্ষোভকারীরা হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমনাকে অবরুদ্ধ করে রাখেন। এ সময় ৫০০ শয্যার হাসপাতালটিতে রোগীদের সেবা বন্ধ থাকে। পরবর্তীতে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি আবদুল জলিলের হস্তক্ষেপে এবং আগামী ১০ দিনের মধ্যে যে টাকা ব্যাংক হিসাবে আছে তা দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। বিক্ষোভকারীরা হাসপাতালের পরিচালক সাইফুর রহমানকে সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত তার নিজ কক্ষে অবরুদ্ধ করে রাখে। প্রণোদনার সমুদয় টাকা ফেরত দেওয়া হবে এমন আশ্বাসে অবরোধ তুলে নেওয়া হয়।

সর্বশেষ খবর