শনিবার, ২৬ মার্চ, ২০২২ ০০:০০ টা

কাক ওড়ে তবু তারে কেউ পাখি বলে না বলে কাউয়া

--------- শামীম ওসমান

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সংসদ সদস্য শামীম ওসমান (নারায়ণগঞ্জ-৪) ভেকধারী ভালো মানুষ ও সত্যিকারের ভালো মানুষের পার্থক্য উপলব্ধি করার জন্য ছাত্রসমাজের প্রতি আহ্বান জানিয়ে বলেন, কোকিল ওড়ে, কাকও ওড়ে কিন্তু তাকে কেউ ‘পাখি’ বলে না। তাকে বলে ‘কাউয়া’। কারণ তার আওয়াজ কর্কশ আর কোকিলের আওয়াজ শ্রুতিমধুর। শামীম ওসমান গতকাল বিকালে সিদ্ধিরগঞ্জ রেবতীমোহন স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ নূর ইসলাম। তিনি বলেন, অনেকে মনে করে আমার রাগ কমে গেছে। না, তা নয়। আমার ধৈর্য বেড়ে গেছে। গালি দিলে গায়ে মাখি না। হ্যাঁ, আমার ধৈর্য বেড়েছে কিন্তু আমায় যারা ভালোবাসেন তারা তেমনই আছেন। ঢাকা, নারায়ণগঞ্জ, সিদ্ধিরগঞ্জে বসে যারা খেলার চেষ্টা করবেন তারা সাবধান! মা-বাবার প্রতি কর্তব্য পালনের ওপর জোর দিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বাবা-মা দুনিয়া ছেড়ে যাওয়ার পরই সন্তানরা টের পায় কত বিরাট সম্পদ সে হারিয়ে ফেলল। শামীম ওসমান বলেন, দুনিয়ার অনেক দেশে রমজান এলে দ্রব্যমূল্য কমে যায়। আর আমাদের দেশে অসৎ ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দেয়।

সর্বশেষ খবর