রবিবার, ২৭ মার্চ, ২০২২ ০০:০০ টা

স্বাধীনতার অন্য নাম বঙ্গবন্ধু : ক্যাপ্টেন তাজ

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি বলেছেন, আজ বাঙালি জাতির আত্মগৌরবের দিন। বাংলাদেশের স্বাধীনতার অপর নাম বঙ্গবন্ধু। তিনি ছিলেন বলেই পরাধীন এ জাতি স্বাধীন জাতি হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পেরেছে। ৩০ লাখ শহীদের আত্মদান আর ২ লাখ মা-বোনের ত্যাগের বিনিময়ে এই পতাকা ও মানচিত্র এসেছে। গতকাল বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ‘মুজিব মানেই স্বাধীনতা-মুজিব মানেই বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সিরাজুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ মহি, নূরুল ইসলাম, সায়েদুল ইসলাম বকুল  প্রমুখ।

সর্বশেষ খবর