মঙ্গলবার, ২৯ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

কুমিল্লায় যুবলীগের বই বিতরণ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ করা হয়। যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল এ কর্মসূচি নেওয়া হয়। কুমিল্লা নগরীর কুমিল্লা আইডিয়াল কলেজের মিলায়তনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় শতাধিক শিক্ষার্থীর মাঝে বঙ্গবন্ধুর আত্মজীবনীসহ বিভিন্ন অনুপ্রেরণামূলক বই বিতরণ করা হয়। এতে উপস্থিত  ছিলেন দক্ষিণ জেলা  যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু, কলেজ অধ্যক্ষ মহিউদ্দিন লিটন, যুবলীগ নেতা গাজী মনির ও সেলিম আহমেদ প্রমুখ। যুবলীগ নেতা আতিকুর রহমান খান পিন্টু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, সাধারণ সম্পাদক আলহাজ মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে কুমিল্লা দক্ষিণ জেলা যুবলীগের উদ্যোগে বই বিতরণ করা হয়। এ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে আমরা বিভিন্ন কর্মসূচি পালন করছি। তার মধ্যে উল্লেখযোগ্য দোয়া, খাবার বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি। -কুমিল্লা প্রতিনিধি

অপহৃতকে উদ্ধার, গ্রেফতার

নারায়ণগঞ্জের ফতুল্লা মডেল থানাধীন মুসলিমনগর এলাকা  থেকে অপহৃত সাইফুল ইসলামকে উদ্ধার করেছে র‌্যাব-১১ এর একটি টিম। এ সময় গ্রেফতার করা হয়েছে ২ অপহরণকারীকে। গত রবিবার

শহরের খানপুরস্থ সুন্দরবন রেস্তোরাঁ এলাকায় অভিযান পরিচালনা করে দুই অপহরণকারীকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মুসলিমনগর এলাকা থেকে অপহৃত সাইফুলকে উদ্ধার করে র‌্যাব। এর আগে ২৬ মার্চ সন্ধ্যায় অপহৃত সাইফুল নারায়ণগঞ্জের মাসদাইর গুদারাঘাট থেকে রিকশাযোগে চাষাঢ়া আসার পথে অপহৃত হয়। তারা হলো মো. ইয়ামিন ইসলাম (২৬) এবং মো. সুজন (২৮)। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর