বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

কুমিল্লায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বসুন্ধরা ফাউন্ডেশনের সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ

কুমিল্লার হোমনায় বসুন্ধরা গ্রুপের অর্থায়নে পরিচালতি বসুন্ধরা ফাউন্ডেশনের ৬১তম সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলার হরিপুর গ্রামে পাঁচটি ধাপের শেষ ধাপে ঋণ বিতরণ করা হয়েছে। এদিন মোট ১৪৬ জন উপকারভোগীর মাঝে ১৪ লাখ ৬০ হাজার টাকার ঋণ বিতরণ করা হয়। এ নিয়ে মোট পাঁচটি ধাপে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণের আওতায় ৬০৫ জন উপকারভোগীর মাঝে ৬৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়। হরিপুর গ্রামে ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেডের পরিচালক ইমদাদুল হক মিলন। বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা ময়নাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হোমনা পৌরসভার মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের ডিজিএম মাইনুল কবির, সিনিয়র অফিসার আমির হোসেন আনোয়ার, ডেপুটি ম্যানেজার মোশারফ হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সাংবাদিক চান মিয়া। ইমদাদুল হক মিলন বলেন, পৃথিবীর কোথাও সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয় বলে আমার জানা নেই। এটা বিরল ঘটনা। মানুষের কল্যাণের জন্য এভাবে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ শুধুমাত্র বসুন্ধরার পক্ষেই সম্ভব।  ময়নাল হোসেন চৌধুরী বলেন, বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ২০০৫ সালে চিন্তা করলেন মানুষের জন্য কী করা যায়। সেই চিন্তা থেকে ২০০৫ সালের ১২ আগস্ট থেকে শুরু হলো সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ। তিনি বলেন, করোনার এই ঝুঁকিপূর্ণ সময়েও প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাত্রা স্বাভাবিক রাখতে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ অব্যাহত রয়েছে। শুরু থেকে এ পর্যন্ত ২২ হাজার ৬৭২ জন দরিদ্র ও সুবিধা বঞ্চিত লোকদের মাঝে ১৮ কোটি ৯১ লাভ ১৭ হাজার ৫০০ টাকার সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ বিতরণ করা হয়েছে।

ঘূর্ণায়মান পদ্ধতিতে এ পর্যন্ত সর্বমোট আদায় করা হয়েছে ১৬ কোটি ৫২ লাখ ৪৯ হাজার ৭০০ টাকা। বর্তমানে মাঠে অবশিষ্ট আছে ২ কোটি ৩৮ লাখ ৬৭ হাজার ৮০০ টাকা। এরই মধ্যে সুদ ও সার্ভিস চার্জমুক্ত ঋণ পেয়ে অনেক দরিদ্র মানুষ ঘুরে দাঁড়িয়েছেন। হয়ে উঠছেন স্বাবলম্বী। আমরা চাই এই কার্যক্রম আরও প্রসারিত হোক।

 

সর্বশেষ খবর