বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

স্কুলছাত্রকে হাত বেঁধে পেটালেন প্রধান শিক্ষক

দশম শ্রেণির ছাত্রকে হাত বেঁধে পেটানোর অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। উপজেলার গোলাম নবী মডেল পাইলট উচ্চবিদ্যালয়ে গতকাল এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থী কালিয়াকৈর উপজেলার চাপাইর এলাকার আরহাম আলীর ছেলে আল আমিন। সূত্র জানায়, কয়েকদিন ধরে আল আমিনের সঙ্গে সিনিয়র-জুনিয়র নিয়ে কয়েক সহপাঠীর বিরোধ চলছিল। এর জেরে সোমবার দুই গ্রুপে মারামারি হয়। গতকাল আল আমিন স্কুলে গেলে সহপাঠীদের সঙ্গে আবার কথা কাটাকাটি হয়। বিষয়টি জানতে পেরে দুপুরে প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন তাঁর অফিসে ডেকে পেছন থেকে আল আমিনের দুই হাত বেঁধে পাইপ দিয়ে এলোপাতাড়ি পেটান। অভিযুক্ত প্রধান শিক্ষক আলকাছ উদ্দিন এ বিষয়ে কথা বলতে রাজি হননি। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নজরুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন। গত সোমবার রাতে ফতুল্লা মডেল থানার লামাপাড়ায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, ফাঁকা জমিতে ভবন নির্মাণের পাইলিংয়ের কাজ চলছিল। জমির পাশে রয়েছে হাই ভোল্টেজ বিদ্যুতের তার। পাইলিংয়ে ব্যবহৃত একটি লোহার পাইপ তারের ওপর পড়ে। এতে নজরুল ইসলামসহ তিনজন বিদ্যুতায়িত হন। -নারায়ণগঞ্জ প্রতিনিধি

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর