শিরোনাম
বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে অনিয়ম

ঠাকুরগাঁওয়ে টিসিবির পণ্য বিতরণে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। আজ দুপুরে জিলা স্কুল বড় মাঠে টিসিবির পণ্য বিতরণকালে অনিয়নের কথা তুলে ধরেন স্থানীয়রা। পৌর কর্তৃপক্ষের নির্ধারিত সময় অনুযায়ী টিবিসির পণ্য বিতরণ করার কথা থাকলেও তার সাড়ে তিন ঘণ্টা পর শুরু হয় পণ্য বিতরণ। পণ্য বিতরণের সময় দেখা যায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারকে। কার্ডের মাধ্যমে মালামাল প্রদান করার কথা থাকলেও কার্ডে অন্তর্ভুক্ত করা হয় বিত্তবানদের। প্রত্যেক কার্ডধারীকে তেল, ডাল ও চিনি প্রদান করা হয়। এ সময় ইটভাটা মালিক, সরকারি চাকরিজীবী, দ্বিতল ভবনের মালিকরা কার্ডের মাধ্যমে এসব পণ্য তুলছেন। ওজনে কম, ক্রেতাদের সঙ্গে ডিলাররা খারাপ আচরণ করছেন বলে অভিযোগ করেছেন অনেকেই। পণ্য ক্রয় করতে আসা অনেকেই অভিযোগ করে বলেন, নির্ধারিত সময়ে টিসিবির পণ্য পাওয়া যায় না। তিন/চার ঘণ্টা অপেক্ষায় থাকার পর বলে- পণ্য শেষ। কিছু বললেই খারাপ আচরণ করে ডিলাররা। আগে বিত্তবানদের দেওয়া হচ্ছে। তারপর নিম্নবিত্তদের। তাও আবার অনেকেই ওজনে কম পাচ্ছেন। সারাদিন দিন কাজ বাদ দিয়ে টিসিবির পণ্যের জন্য বসে থাকি। গাড়ি আসা মাত্রই বড়লোকদের আগেই দেওয়া হচ্ছে। পরে বলে পণ্য শেষ। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদাম সরকার জানান, হয়তো কোনোভাবে ভুল হয়েছে সে কারণে বিত্তবানরা মালামাল পাচ্ছেন। ইচ্ছাকৃতভাবে আমরা তা করিনি বলে জানান তিনি। এ বিষয়ে পৌর মেয়র আঞ্জুমান আরা বন্যা জানান, অল্প সময়ে তাড়াহুড়া করতে গিয়ে তাদের নাম তালিকায় চলে এসেছে। পরে সেই নামগুলো যাচাই-বাছাই করে বাতিল করা হবে। পৌর এলাকার অপর বাসিন্দা স্কুল শিক্ষক সোলেমান মিয়া বলেন, টিসিবির পণ্য সোনার হরিণ। নিম্নবিত্তের জন্য এই পণ্য পাওয়া ভাগ্যের ব্যাপার। জনপ্রতিনিধিদের কাছে দরিদ্র লোকের তালিকা নেই। উল্লেখ্য, ২০ মার্চ থেকে পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ে কার্ডধারীদের টিসিবির পণ্য বিতরণ শুরু হয়। 

সর্বশেষ খবর