বুধবার, ৩০ মার্চ, ২০২২ ০০:০০ টা

আশ্রয়ণ প্রকল্পে অনিয়ম ইউএনও পিআইও বদলি

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে আশ্রয়ণ প্রকল্পের ঘর নির্মাণে অনিয়মের অভিযোগে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সাদিক তানভীর ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহরিয়ার মাহমুদ রনজুকে বদলি করা হয়েছে। পিআইওকে ২২ মার্চ বান্দরবানের রুমায় এবং ইউএনওকে ২৪ মার্চ বরগুনার তালতলী উপজেলায় বদলি করা হয়। গাজীপুর জেলা প্রশাসক আনিসুর রহমান গতকাল বিষয়টি নিশ্চিত করেন। জেলা প্রশাসক বলেন, সদর উপজেলা ও গাজীপুর সিটি করপোরেশন এলাকায় ভূমিহীন, আশ্রয়হীনদের জন্য তৈরি ঘরে নিম্নমানের উপকরণ ব্যবহার ও অনিয়মের অভিযোগ ওঠে। পরে নির্মাণাধীন কয়েকটি ঘর ভেঙে ফেলা হয়। বিষয়টি তদন্তের জন্য গঠন করা হয় কমিটি। তদন্তে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার গাফিলতি, তদারকির অবহেলাসহ বেশ কিছু অনিয়ম পাওয়া যায়।

 ১৬০টি ঘরের মধ্যে ৫৫টিতে অনিয়ম ও ত্রুটি ধরা পড়ে। এ ছাড়া ৩৩টি ঘর নির্মাণে ছোটখাটো ত্রুটি ছিল।

সর্বশেষ খবর