বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

‘বসুন্ধরা বিটুমিন গুণে-মানে নতুন পথ দেখাবে’

ফেনী প্রতিনিধি

‘বসুন্ধরা বিটুমিন গুণে-মানে নতুন পথ দেখাবে’

বসুন্ধরা বিটুমিন গুণে-মানে নতুন পথ দেখাবে উল্লেখ করে বক্তারা বলেন, নির্মাণকাজে বিটুমিন গুরুত্বপূর্ণ। এত দিন বিদেশ থেকে আসা বিটুমিনের ওপর এ দেশের সড়কের নির্মাণকাজ নির্ভর করত। এসব বিটুমিনের খারাপ মানের কারণে অনেক সময় নির্মাণকাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। বসুন্ধরা শিল্পগোষ্ঠী এরই মধ্যে বিটুমিন উৎপাদন করেছে। সড়ক বিভাগ এই বিটুমিনকে ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং নির্মাণকাজে ব্যবহার করছে। এ সময় ঠিকাদাররা বিটুমিনের মূল্য কমানোর দাবি জানান। বসুন্ধরা বিটুমিনের আয়োজনে ফেনী জেলার প্রকৌশলী ও ঠিকাদারদের নিয়ে মাসিক সমন্বয় ও পর্যালোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল ফেনী এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এই সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী এনামুল হক। বিশেষ অতিথি ছিলেন জিএনপি-৩ প্রকল্প পরিচালক আমিনুর রশিদ চৌধুরী, ফেনী সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল, এলজিইডি ফেনীর নির্বাহী প্রকৌশলী হাসান আলী। সভায় ঠিকাদারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বসুন্ধরা বিটুমিনের সেলস অ্যান্ড মার্কেটিং এজিএম সুকান্ত কুমার সাহা। এ ছাড়া বিটুমিনের গুণাবলি তুলে ধরেন সহকারী প্রকৌশলী নাহিদা সুলতানা।

 

সর্বশেষ খবর