বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

চাঞ্চল্যকর জোড়া খুন মামলার রায়ে দুজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

ভোলা প্রতিনিধি

ভোলার চাঞ্চল্যকর জোড়া খুনের মামলার রায় ঘোষণা করা হয়েছে। এতে মামলার প্রধান আসামি মামুনুর রশিদ মামুন ্এবং তার সহযোগী মো. ফিরোজকে (পলাতক) ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মামুনের ছেলে শরীফকে যাবজ্জীবন এবং মানুনের অপর ছেলে আরিফ ও স্ত্রী রেহানা বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। গতকাল দুপুরে ভোলার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মহসিনুল হক এই রায় ঘোষণা করেছেন। মামলার বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট স্বপন কৃষ্ণ দে’র অফিসসূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ভোলা জেলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক মোস্তফার মৃত্যুর পর পৈত্রিক জমি জমার বিরোধকে কেন্দ্র করে মামুন এবং তার ছোট ভাই মাসুমের সঙ্গে বিরোধ বাধে। ওই বিরোধকে কেন্দ্র করে ২০১৮ সালের ১৩ মে রাত সাড়ে ১১টার দিকে বাপ্তা ভোটের ঘর এলাকায় তাদের বসত বাড়ির সামনে মামুন ও তার সহযোগী ফিরোজ ধরাল অস্ত্র দিয়ে কুপিয়ে প্রথমে তার ছোট ভাই মাসুমকে হত্যা করে। এ সময় সংবাদ পেয়ে মাসুমের শ্যালক জাহিদ এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা মুমূর্ষু জাহিদকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহত জাহিদের পিতা এবং অপর নিহত মাসুমের শ্বশুর মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ো ভোলা থানায় ৫ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর