বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

ফরিদপুরে সিঅ্যান্ডবি ঘাট শ্রমিকদের মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পদ্মা নদীতে নাব্য সংকটের কারণে জেলার একমাত্র নৌবন্দর সিঅ্যান্ডবি ঘাটে জাহাজ-কার্গো ভিড়তে না পারায় কর্মহীন হয়ে পড়েছে কয়েক হাজার শ্রমিক। নদীর নাব্য ফিরিয়ে আনতে নদীর ডুবোচর খননের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বন্দরে থাকা কর্মহীন শ্রমিকেরা। গতকাল সকালে সদর উপজেলার ডিক্রিরচর ইউনিয়নের সিঅ্যান্ডবি ঘাট এলাকায় ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা আবদুর রহিম জোয়ার্দার, আবুল কালাম আজাদ প্রমুখ। বক্তারা দ্রুতই পদ্মা নদীর ডুবোচর কেটে নাব্য ফিরিয়ে এনে সিঅ্যান্ডবি ঘাট নৌবন্দরটি চালু রাখার জন্য সরকারের কাছে দাবি জানান। নৌবন্দরে কর্মরত শ্রমিক নেতারা জানান, নৌবন্দরটিতে জাহাজ-কার্গো না আসার ফলে বন্দরে কর্মরত ৫ হাজার শ্রমিক পরিবার পরিজন নিয়ে মানবেতরভাবে দিন যাপন করছেন।

সর্বশেষ খবর