বৃহস্পতিবার, ৩১ মার্চ, ২০২২ ০০:০০ টা

মেধাবী শিক্ষার্থীদের পাশে বসুন্ধরা গ্রুপ

গাজীপুর প্রতিনিধি

মেধাবী শিক্ষার্থীদের পাশে বসুন্ধরা গ্রুপ

গাজীপুরে মেধাবী শিক্ষার্থীদের পাশে উপহার নিয়ে ছায়া হয়ে দাঁড়িয়েছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী ‘বসুন্ধরা গ্রুপ’। গতকাল গাজীপুর শহরের মনিরস লার্নিং সেন্টারে এক অনুষ্ঠানে ১৭ শিক্ষার্থীর হাতে তুলে দেওয়া হয়েছে সেলাই মেশিন। সেলাই না জানায় একজনকে দেওয়া হয়েছে মাসিক শিক্ষা বৃত্তি। এ ছাড়াও চলাফেরায় অক্ষম দুই বৃদ্ধাকে হুইল চেয়ার দেওয়া হয়েছে। উপহার পেয়ে তাদের মুখে দেখা দেয় খুশি আর আনন্দের ঝিলিক। হুইল চেয়ার পেয়ে আনন্দে আত্মহারা ৮০ বছরের বিধবা তরু বালা বলেন, ‘ভগবান বসুন্ধরার মালিককে দীর্ঘজীবী করুক। তিনি গরিবের বন্ধু।’  সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ উপলক্ষে দুপুরে কালের কণ্ঠের গাজীপুর শুভসংঘ আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদফতরের গাজীপুরের উপ-পরিচালক হারুন অর রশিদ। উপস্থিত ছিলেন মনির হোসেন, জাকারিয়া জামান, রানা মিত্র, ইমরান হোসেন, মাইনউদ্দিন হিশাম, রিয়াজ, সানজিদা উমরা, তানভীর, লিটন, ইমরান, শাকিল প্রমুখ।

সর্বশেষ খবর