শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

বান্দরবানে বেড়েছে ডায়রিয়া রোগী

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে বেড়েছে ডায়রিয়া রোগী

সদর হাসপাতালে ডায়রিয়া রোগী

বান্দরবানে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত এক সপ্তাহে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন ডায়রিয়া রোগী। সদর হাসপাতাল সূত্র জানায়, গত বুধবার এক দিনে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়েছেন সাতজন। এর মধ্যে চারজন শিশু এবং তিনজন যুবক থেকে মধ্যবয়সী। বান্দরবানের সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী বলেন, আবহাওয়া পরিবর্তনের কারণে ডায়রিয়া সংক্রমণ বেড়েছে। চলতি সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত ৪২ জনই সদর উপজেলার। অন্য ছয় উপজেলা থেকে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। সিভিল সার্জন জানান, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে বান্দরবানে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন এক হাজার ২৩১ জন। এর মধ্যে নাইক্ষ্যংছড়ি ও আলীকদম উপজেলায় আক্রান্তের সংখ্যা বেশি। জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, চলতি বছরের মার্চ পর্যন্ত সদর উপজেলায় ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২৯ জন। উল্লেখ্য, ২০২১ সালে বান্দরবান জেলায় শিশু ও বয়স্ক মিলে ডায়রিয়ায় আক্রান্ত হয়েছিলেন ছয় হাজার ৪৪৪ জন। তার মধ্যে সদর হাসপাতালে ভর্তি হয়েছিলেন এক হাজার ৫৪৮ জন।

 

 

সর্বশেষ খবর