শুক্রবার, ১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

জাতীয় দিবসের অনুষ্ঠানে অশালীন নৃত্য

আওয়ামী লীগ নেতা ও শিক্ষকসহ ছয়জনকে শোকজ

নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়া উপজেলার রামানন্দ-খাজুরা ইউনিয়নের বিনগ্রামে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে অশালীন নৃত্য পরিবেশনের অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত রাতে অনুষ্ঠানের আয়োজন করে বিনগ্রাম উচ্চবিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয় ও স্থানীয় প্রভাত কাকুলী নামের একটি সমিতি। অনুষ্ঠানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের চার নেতা, শিক্ষকসহ ছয়জনকে কারণ দর্শানোর নোটিস (শোকজ) দেওয়া হয়েছে। এর মধ্যে চার আওয়ামী লীগ নেতাকে সাত দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং পরিচালনা পর্ষদের সভাপতিকে তিন দিনের মধ্যে শোকজের জবাব দিতে হবে। নোটিস পাওয়া চার আওয়ামী লীগ নেতা হলেন- ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি ইউনুস আলী, কর্মী রাফিউল ইসলাম ও হারুন অর রশিদ। নোটিসে বলা হয়েছে, ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে গত ২৮ মার্চ দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে অশালীন নৃত্যানুষ্ঠান আয়োজন করা হয়েছে। এতে দলীয় ভাবমূর্তি ক্ষুণœ হয়েছে। এদিকে বিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস ও পরিচালনা পর্ষদ সভাপতিকে শোকজ করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আমিনুর রহমান।

বিনগ্রাম উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল কুদ্দুস বলেন, আমরা ছেলে-মেয়েদের খেলাধুলা শেষ করে বাড়ি চলে আসি। শিক্ষকদের অনুপস্থিতিতে এ নাচ-গানের আয়োজন করা হয়েছে। স্কুলের কোনো শিক্ষক এতে জড়িত নন। অনুষ্ঠানের সভাপতি আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেন দেলু বলেন, ওই নাচ-গানের আয়োজনের সঙ্গে আমি জড়িত নই। সিংড়ার ইউএনও এম এম সামিরুল ইসলাম বলেন, বিদ্যালয় মাঠে এ ধরনের অশ্লীল নাচ-গানের আয়োজন দুঃখজনক। শোকজের জবাব পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর