শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাত ইউনিয়নে নয় মাসে ১২২ বাল্যবিয়ে

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের সাতটি ইউনিয়নে গত নয় মাসে ১২২টি বাল্যবিয়ে হয়েছে। একই সময়ে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয়েছে ১৫৭টি বাল্যবিয়ে। এর মধ্যে সদর উপজেলার যশোদল ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৪টি, বন্ধ করা হয়েছে ২৮টি। মারিয়া ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৪টি, বন্ধ হয়েছে ১০টি। বিন্নাটি ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৩২টি, বন্ধ হয়েছে ১৭টি। পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ১৩টি, বন্ধ হয়েছে ২২টি। চন্ডিপাশা ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৯টি, বন্ধ হয়েছে ২২টি। হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৯টি, বন্ধ করা হয়েছে ২৬টি এবং পুমদী ইউনিয়নে বাল্যবিয়ে হয়েছে ৩১টি, বন্ধ করা হয়েছে ৩২টি। কিশোরগঞ্জ জেলা সদরে পপি পার্ট মিলনায়তনে সম্প্রতি এক মতবিনিময় সভায় বেসরকারি সংস্থা পপি এ তথ্য জানায়। বাল্যবিয়ের কারণ হিসেবে জানানো হয়- করোনার কারণে মেয়েরা দীর্ঘদিন স্কুলের বাইরে ছিল। এ সময়ে অনেক মেয়ে প্রেমের সম্পর্কে গড়ায়। এতে অনেক অভিভাবক উদ্বিগ্ন হয়ে শিশুকন্যাদের বিয়ে দিয়েছেন। এ ছাড়া  আয় কমে যাওয়া, বিশেষত দরিদ্রতার কারণে খরচ কমানোর উদ্দেশ্যে কন্যাশিশুদের বিয়ে দিতে অভিভাবকরা উৎসাহিত হয়েছেন।

সর্বশেষ খবর