শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ইউপি সদস্যের বাড়িতে জেলেদের প্রণোদনার চাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশালের মুলাদী উপজেলায় এক ইউপি সদস্যের বাড়ি থেকে জেলেদের জন্য বরাদ্দের ২০ বস্তা চাল জব্দ করেছে পুলিশ। গোপন খবরের ভিত্তিতে গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার চরকালেখা ইউপির ৬ নম্বর ওয়ার্ড সদস্য রাশেদ ব্যাপারীর বসতঘর থেকে ওই চাল জব্দ করা হয়। সরকারি প্রণোদনার চাল জেলেদের না দিয়ে আত্মসাতের জন্য ইউপি সদস্য তার বাড়িতে রেখেছিলেন বলে অভিযোগ করেছেন উপজেলা মৎস্য কর্মকর্তা। অভিযুক্ত ইউপি সদস্য রাশেদ ব্যাপারীর দাবি, কার্ডধারী জেলেদের মাধ্যে বিতরণের জন্য ওই চাল তার ঘরে রেখেছিলেন। মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নূর মোহাম্মদ হোসাইনী বলেন, বিষয়টি তিনি শুনেছেন। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য উপজেলা মৎস্য কর্মকর্তা এবং থানার ওসিকে বলা হয়েছে। ওসি এস এম মাকসুদুর রহমান বলেন, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর