শনিবার, ২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সংক্ষিপ্ত

শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী নির্বাচন : শামীম

পানিসম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম এমপি বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের অধীনেই আগামী নির্বাচন হবে। কারণ খালেদা জিয়া বলেছিলেন ‘পাগল আর শিশু ছাড়া কেউ নিরপেক্ষ নয়’। কাজেই তত্ত্বাবধায়ক সরকার নিয়ে তাদের কথা বলার কোনো অধিকার নেই। বিএনপি ক্ষমতায় থাকাকালে তাদের অপকর্ম ও ক্ষমতায় না থাকতে পেরে প্যাট্রলবোমা মেরে মানুষ হত্যা কোনোটাই এ দেশের মানুষ ভোলেনি। বিএনপি নেতারা মাঝেমধ্যে ফাঁকা আওয়াজ তুলে জনগণকে বিভ্রান্ত করেন। বিদেশে বসে ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না। ক্ষমতায় যেতে জনগণের কাছে যেতে হয়, পাশে থাকতে হয়। আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম বলেন, সংবিধান অনুযায়ী আগামী সংসদ নির্বাচন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই হবে। বিএনপিকে যদি নির্বাচনে আসতে হয় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচনে আসতে হবে। গতকাল শরীয়তপুরের নড়িয়া বিএল স্কুল মাঠে উপজেলা ও কলেজ ছাত্রলীগ আয়োজিত শেখ রাসেল স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  -শরীয়তপুর প্রতিনিধি

মাদক ব্যবসায়ীদের হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত

হবিগঞ্জের চুনারুঘাটে মাদক ব্যবসায়ীদের হামলায় এক এসআইসহ পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাত ১১টার দিকে উপজেলার দেউন্দি চা বাগানে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ রাতভর বিভিন্ন চা বাগানে অভিযান চালিয়ে ১৫ জনকে আটক করেছে। এ ঘটনায় মামলা করা হয়েছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে একদল পুলিশ দেউন্দি চা বাগানে অভিযান চালায়। পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছলে মাদক ব্যবসায়ীরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। তারা পুলিশকে পিটিয়ে আহত করে পালিয়ে যায়। স্থানীয় লোকজন ও অতিরিক্ত পুলিশ আহতদের উদ্ধার করে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। গুরুতর আহত অবস্থায় কনস্টেবল জুয়েল মিয়াকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। -হবিগঞ্জ প্রতিনিধি

সেতু দিয়ে অতিরিক্ত মালামাল নিয়ে চলাচল, ৪ ট্রাক আটক

নারায়ণগঞ্জের আড়াইহাজারের রামচন্দ্রদী বেইলি সেতুতে অতিরিক্ত বালু নিয়ে চলাচলের সময় চারটি বালুবোঝাই ট্রাক আটক করেছে পুলিশ। গতকাল ইউএনও রফিকুল ইসলামের নির্দেশে ট্রাকগুলো আটক করা হয়।  ইউএনও জানান, এই সেতুটি ভেঙে যাওয়ায় নতুন করে পাশে আরেকটি সেতুর কাজ চলছে। আপাতত শুধু মানুষের চলাচলের উপযোগী আছে সেতুটি। সড়ক ও জনপদ (সওজ) বিভাগ থেকে এখানে ভারী যানচলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। সেই নিষেধাজ্ঞা অমান্য করে ট্রাকগুলো চলাচল করায় সেগুলো আটক করে থানায় রাখা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আনিচুর রহমান মোল্লা জানান, অভিযান অব্যাহত থাকবে। -আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

১১ হাজার ভোল্টের লাইনে লেগে বিদ্যুৎ কর্মীর মৃত্যু

কুমিল্লা নগরীতে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় ১১ হাজার ভোল্টের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শাহিন সরকার (৪০) নামে একজন নিহত হয়েছেন। কুমিল্লা সিটি করপোরেশন কার্যালয়ের পেছনের গলিতে গতকাল এ ঘটনা ঘটে। নিহত শাহিন দেবিদ্বার উপজেলার আবদুর রাজ্জাক সরকারের ছেলে। তিনি পিডিবি-২ (পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড) শাসনগাছা এরিয়ার অধীনস্থ কুমিল্লা জজকোর্ট বিদ্যুৎ অভিযোগ কেন্দ্রের লাইনম্যানের সহকারী হিসেবে কাজ করতেন। কুমিল্লা শাসনগাছা বিদ্যুৎ অফিসের লাইনম্যান হারুনুর রশীদ বলেন, তিনি ছিলেন লাইনম্যানের সহকারী। এই কাজ ছিল লাইনম্যান জিয়া উদ্দীনের। জিয়া উদ্দীন শাহিনকে পাঠিয়েছে। শাহিন সিটি করপোরেশনের পেছনের গলিতে বিদ্যুৎ লাইনে কাজ করছিল। তার হাতের পাশে ১১ হাজার ভোল্টের দুটি লাইন ছিল। -কুমিল্লা প্রতিনিধি

বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার মাছপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। দ্রুত মাঠ দখলমুক্ত করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তারা। জানা যায়, গত ১৫ মার্চ বুদ্ধিমন্ত বিশ্বাস নামে এক ব্যক্তি লোকজন নিয়ে টিন, কাঠ, নেটজাল ও বাঁশের বেড়া দিয়ে বিদ্যালয়ের মাঠ দখল করে নিয়েছেন। বুদ্ধিমন্ত বিশ্বাস জায়গাটি তার নিজের বলে দাবি করেছেন। দ্রুত সময়ের মধ্যে মাঠটি দখলমুক্ত করা হবে বলে জানিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আমজাদ হোসেন। এ বিষয়ে বুদ্ধিমন্ত বিশ্বাস বলেন, বিদ্যালয়টির মাঠে তার বৈধ ৮ শতাংশ জায়গা রয়েছে। সেই জায়গায় সে ঘর তোলার জন্য টিন, বাঁশ, কাঠ নিয়েছেন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিনু বিশ্বাস জানান, মাঠ অনেক নিচু ছিল। সরকারি অর্থে মাঠটি ভরাট করা হয়েছে। এখন সেখানে শিক্ষার্থীরা খেলাধুলা করে। মাঠ ভরাটের সময়ও বুদ্ধিমন্ত বিশ্বাস বাধা দেয়নি। এখন তিনি মাঠ তার বলে দাবি করছেন। -গোপালগঞ্জ প্রতিনিধি

৬ হাজার ইয়াবা উদ্ধার নারীসহ দুজন গ্রেফতার

গাজীপুরে ৬ হাজার ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ। এ সময় নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন- ময়মনসিংহের তারাকান্দার কাদেরের স্ত্রী মিনা বেগম (৪৮) ও ফুলপুরের কড়ইকান্দির এমদাদুল হক (২১)। তারা গাজীপুর সদর উপজেলার ভবানীপুরে ভাড়া থাকতেন। গাজীপুর জেলা ডিবির ওসি আমির হোসেন জানান, জেলা ডিবি পুলিশের একটি টহল টিম বৃহস্পতিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ভবানীপুর এলাকায় আমজাদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে ৬ হাজার ইয়াবা ও ২৬০ গ্রাম ইয়াবার গুড়া উদ্ধার এবং ভাড়াটিয়া নারীসহ দুজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় গতকাল জয়দেবপুর থানায় মামলা করা হয়েছে। -গাজীপুর প্রতিনিধি

সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন

গাজীপুরে কালিয়াকৈরে গতকাল সকালে শালদহ ব্রিজ ও কাঁথাচুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তার  ভিত্তিপ্রস্তর স্থাপন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি, ইকবাল হোসেন সবুজ এমপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ, উপজেলা পরিষদ চেয়ারম্যান সেলিম আজাদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুরাদ কবির, উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সারোয়ার আলম প্রমুখ। -কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধ

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর