রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

‘আমাগো সব শ্যাষ সব নিয়ে গ্যাছে’

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

‘আমাগো সব শ্যাষ সব নিয়ে গ্যাছে’

ভাঙ্গায় প্রতিপক্ষের হামলায় বিধ্বস্ত বসতঘর

‘আমাগো সব শ্যাষ, সব নিয়ে গ্যাছে। কিছুই থুয়া যায় নাই। এহন আমরা কিভাবে বাঁচপো, আমাগো কি দোষ?’ এভাবেই কান্নাজড়িত কণ্ঠে ক্ষোভ ব্যক্ত করেন ভাঙ্গার মানিকদহ ইউনিয়নের খাঁ কান্দা গ্রামের হায়দারের স্ত্রী নাসিমা (৩২)। গত শুক্রবার সকালে গ্রাম্য আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই গ্রামের ২৫টির বেশি বাড়ি ভাঙচুর ও লুটপাট করে প্রতিপক্ষের লোকজন। এ দিনের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের একজন নাসিমা। এলাকা ঘুরে দেখা যায়, প্রতিটি বাড়ির ঘর ও আসবাবপত্র কুপিয়ে নষ্ট করা হয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, লুট করা হয়েছে টাকা-পয়সা, স্বর্ণালঙ্কার, আসবাবপত্র, চাল-ডাল, গরু, ছাগল, হাঁস, মুরগি, টিউবয়েলের মাথা, বৈদ্যুতিক মোটর, কাপড়-চোপড়। কেটে ফেলা হয়েছে বাগানের গাছ। রান্নার সরঞ্জামাদি লুট করায় ঘটনার পর থেকে চুলা জ্বলেনি। আত্মীয়-স্বজনের বাড়ি থেকে পাঠানো খাবার খেয়েছে ছেলে-মেয়েরা। নাসিমা বেগম বলেন, গত বৃহস্পতিবার মানিকদহ ইউনিয়নের চার গ্রামের বিবদমান দুটি পক্ষের সংঘর্ষ ও ১০-১২টি বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। এর জেরে পরদিন প্রতিপক্ষের শত শত লোক রামদা, লাঠি, সড়কি নিয়ে আমাদের খাঁ কান্দা গ্রামে হামলা চালায়। এ সময় গ্রামের কমপক্ষে ২৫টি বাড়িতে এ তাণ্ডব চালায় তারা।

সর্বশেষ খবর