রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

অবৈধ বালু উত্তোলন বন্ধে অভিযান

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। উপজেলার জোড়গাছা এলাকায় বাঙ্গালী নদীতে গত শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম। এ সময় আটটি ড্রেজার মেশিন, ১০০ ফিট পাইপ ও আনুমানিক ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দ বালু নিলামে বিক্রি করা হবে বলে জানিয়েছে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। এলাকাবাসী জানান, জোড়গাছা গ্রামের কয়েকজন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত। তারা জোড়গাছা গ্রামের বাঙ্গালী নদী থেকে বেশ কয়েকটি ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি করে আসছিল। এতে কৃষিজমি ক্ষতিগ্রস্ত হচ্ছে। বাঙ্গালী নদী তার গতিপথ পরিবর্তন করেছে। বালু উত্তোলনের স্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। জনদুর্ভোগ বিবেচনায় সেখানে সারিয়াকান্দি উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।

সর্বশেষ খবর