রবিবার, ৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

যন্ত্রপাতি ও চিকিৎসকের অভাবে ব্যাহত স্বাস্থ্যসেবা

আফজাল, টঙ্গী

যন্ত্রপাতি ও চিকিৎসকের অভাবে ব্যাহত স্বাস্থ্যসেবা

২৫০ শয্যার জেনারেল হাসপাতাল

গাজীপুরের টঙ্গী স্টেশনরোডে ২৫০ শয্যার টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল। টঙ্গী ও আশপাশের এলাকার স্বল্প আয়ের মানুষের চিকিৎসাসেবার একমাত্র অবলম্বন সরকারি এই হাসপাতাল। এখানে নেই পর্যাপ্ত চিকিৎসক, প্রয়োজনীয় যন্ত্রপাতি ও পরিচ্ছন্ন পরিবেশ। খাবারের মান নিয়েও রয়েছে প্রশ্ন। নানা সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থসেবা। সরকারি এ হাসপাতালের পাশে গড়ে ওঠা বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের দালালের দৌরাত্ম্যে অতিষ্ঠ সাধারণ মানুষ। জানা যায়, টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালটি ২৫০ শয্যায় রূপান্তর হলেও কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না রোগীরা। এখানে নেই নাক-কান-গলা বিশেষজ্ঞ। গড়ে উঠেনি চক্ষু, কার্ডিওলোজি, অ্যানেসফেসিয়া, হেপাটলোজি ও ফরেনসিক বিভাগ। নেই আইসিইউ (ইউনিট), নিউরোলজি, সার্জারি, ক্যান্সার বিভাগ, রক্ত পরিসঞ্চালন বিভাগ, রেডিওলোজি ও ইমেজিং বিভাগ, শিশু, কিডনি ও প্লাস্টিক সার্জারি বিভাগ। ফিল্মের অভাবে চলছে না এক্সরে মেশিন। হাসপাতালের উপ-পরিচালক ডা. জাহাঙ্গীর আলম বলেন, আমাদের এখানে চিকিৎসক ও যন্ত্রপাতির অভাব রয়েছে। যে লোকবল আছে তা দিয়েই সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করছি।

সর্বশেষ খবর