সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত কচ্ছপ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটা সৈকতে আবারও ভেসে এলো মৃত কচ্ছপ

কুয়াকাটার সৈকতে ভেসে এসেছে আবারও একটি মৃত কচ্ছপ। এটির আনুমানিক ওজন ২০ থেকে ২৫ কেজি। গতকাল দুপুরের দিকে সৈকতের ঝাউবাগান পয়েন্ট এলাকায় এ কচ্ছপটি দেখতে পায় স্থানীয়রা। পরে এ কচ্ছপটি মাটি চাপা দেওয়া হয়। এ কচ্ছপটি অর্ধগলিত এবং এটির পেটে ডিম ছিল। উপকূলে ডিম ছাড়তে এসে জেলেদের জালে আটকে এটি মারা  যেতে পারে বলে স্থানীয়রা জানিয়েছেন। ইউএসএইড ইকোফিশ-২ ওয়ার্ল্ডফিশ’র সহযোগী গবেষক সাগরিকা স্মৃতি বলেন, বর্তমানে কচ্ছপের প্রজননের সময়। তাই এরা উপকূলে চলে আসে। যে কচ্ছপটি এসেছে তার বৈজ্ঞানিক নাম লেপিডোসেলিস ওলিভাসিয়া। এরা সাধারণত ৫০ বছরের অধিক সময় বেঁচে থাকতে পারে। তবে এটার বয়স ১৫-২০ বছর। কচ্ছপটি স্যাম্পল সংগ্রহ করা হয়েছে।

 বলে জানিয়েছেন তিনি।

পটুয়াখালী জেলা বন বিভাগের সহকারী বন সংরক্ষক তারিকুল ইসলাম জানান, ঘটনাস্থলে বন কর্মীদের পাঠানো হয়েছে। কচ্ছপের মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা অব্যাহত আছে।

সর্বশেষ খবর