শিরোনাম
সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেছেন, বঙ্গবন্ধু ছিলেন একজন আদর্শ মানুষ। তিনি সব সময় মানুষের কল্যাণে কাজ করে গেছেন। এ মহান নেতার কল্যাণে   আমরা স্বাধীন বাংলাদেশে বসবাস করেছি। বঙ্গবন্ধু বাঙালিকে বিশ্বের  দরবারে পরিচিতি  করেছেন। সেই বাঙালি এ মহান নেতা বঙ্গবন্ধুসহ পরিবারের সবাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুর ইতিহাসকে জানতে হবে, জানাতে হবে। বঙ্গবন্ধু  সোনার দেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। সোনার দেশ গড়তে হলে, সোনার মানুষ চেয়েছিলেন। বক্তারা বলেন, বঙ্গবন্ধুর ইতিহাস কেউ মুছে ফেলতে পারবে না। আগামী প্রজন্ম বঙ্গবন্ধুর ইতিহাস বুকে লালন করবে। সে জন্য সব শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই সোনার বাংলা গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। গতকাল বগুড়ার গাবতলী উপজেলা পরিষদ আয়োজিত গাবতলী

পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এক হাজার ৫০০ শিক্ষক, পাঁচ হাজার শিক্ষার্থীসহ প্রায় ১০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। সভায় প্রধান অতিথি ছিলেন গাবতলী উপজেলা চেয়ারম্যান মো. রফি নেওয়াজ খান রবিন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোছা. রওনক জাহান।

 

সর্বশেষ খবর