সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

প্রকৌশলীকে যুবলীগ নেতার মারধর

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীতে টেন্ডার নিয়ে উপজেলা প্রকৌশলীকে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই প্রকৌশলী গতকাল জেলা যুবলীগ সাধারণ সম্পাদক  সৈয়দ সোহেল ও মহিলা ভাইস চেয়ারম্যানের স্বামী ঠিকাদার জামাল হোসেনকে আসামি করে মামলা করেছেন। সদর থানার ওসি মনিরুজ্জামান বলেন, প্রকৌশলীর অভিযোগের প্রেক্ষিতে মামলা রুজু করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টেন্ডার সংক্রান্ত অনৈতিক দাবি মানতে রাজি না হওয়ায় যুবলীগ নেতা সৈয়দ সোহেল ও ঠিকাদার জামাল মারধর করেছে এলজিইডির সদর উপজেলা প্রকৌশলী আজিজুর রহমানকে। গতকাল দুপুরে সদর উপজেলা পরিষদ ভবনের প্রকৌশলীর কক্ষের দরজা বন্ধ করে দিয়ে তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন ওই প্রকৌশলী। এ সময় প্রকৌশলীর চিৎকারে তার দফতরের কর্মকর্তা-কর্মচারীরা এগিয়ে এসে কক্ষের দরজা ভেঙে তাকে উদ্ধার করেন। এ বিষয়ে অভিযুক্ত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন, তেমন কিছু না, ডাকাডাকি এই। কাজ বাতিল নিয়ে এই আর কি। মারধরের ঘটনাকে তিনি ভিন্ন কথা বলে মন্তব্য করে জানিয়ে বলেন, প্রমাণ নাইতো কোনো।

সর্বশেষ খবর