সোমবার, ৪ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চুরির পশু দিয়ে ডেইরি ফার্ম

গাজীপুর প্রতিনিধি

চুরির পশু দিয়ে ডেইরি ফার্ম

দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি করে আনা গরু-ছাগল ও ভেড়া দিয়ে ডেইরি ফার্ম গড়ে তোলা হয়েছে। শনিবার রাতে ময়মনসিংহের ত্রিশাল থানা পুলিশ চোরাই গরু উদ্ধার অভিযানে এসে গাজীপুরে ওই খামারের সন্ধান পান। পুলিশ খামার থেকে ২০টি গরু এবং অর্ধশতাধিক ভেড়া ও ছাগল জব্দ করে।

অভিযানে অংশ নেওয়া ত্রিশাল থানার এসআই শফিকুল ইসলাম জানান, ত্রিশাল থানায় গরু চুরির এক মামলায় শুক্র ও শনিবার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচ চোরকে গ্রেফতার করা হয়। তাদের তথ্যের ভিত্তিতে শনিবার রাতে গাছা থানার উত্তর খাইলকৈর পলাগাছ এলাকার সাবদুল মন্ডলের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ২০টি গরু ও অর্ধশতাধিক ভেড়া ও ছাগল জব্দ করা হয়। পরে গরুর মালিকরা শনাক্ত করে ৩টি গরু নিয়ে যান। গাছা থানা পুলিশের সহযোগিতায় এ অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে খামার মালিক সাবদুল মন্ডল ও তার ছোট ভাই নাহিদ সরকার পালিয়ে যান। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানার ওসি ইসমাইল হোসেন বলেন, চোরাই গরুর খামারের সন্ধানের খবর পেয়ে বিভিন্ন থানা থেকে গাছা থানায় যোগাযোগ করা হচ্ছে। শনিবার রাতেই ত্রিশাল থানার মামলায় ৩টি গরু এবং জিএমপি সদর থানা পুলিশ গরু চুরির এক মামলায় আরও ৩টি গরু শনাক্ত করে নিয়ে গেছে। বাকিগুলো পুলিশের হেফাজতে রয়েছে।

সর্বশেষ খবর