টাঙ্গাইল-আরিচা মহাসড়কের নাগরপুর উপজেলার টেংরিপাড়া গ্রামে নয়নদী শাখা খালের ওপর বেইলি ব্রিজটি আবারও ভেঙে গেছে। গত বুধবার পিঁয়াজ বোঝাই একটি ট্রাক পারাপারের সময় ব্রিজের পাটাতন ভেঙে চাকা আটকে যায়। পরে ট্রাকটি উদ্ধার করা গেলেও বিচ্ছিন্ন রয়েছে যান চলাচল। এ নিয়ে গত আট মাসে চারবার ভেঙে পড়ল এই বেইলি ব্রিজ। জানা যায়, ২০১৩ সালে ধলেশ্বরী সেতু চালু হওয়ার পর এই সড়ক ব্যবহার বেড়ে যায়…