মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

চাঁদপুরে শয্যার সাড়ে চার গুণ ডায়রিয়া রোগী

নেয়ামত হোসেন, চাঁদপুর

চাঁদপুরে শয্যার সাড়ে চার গুণ ডায়রিয়া রোগী

চাঁদপুরে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআর-বি) হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বেড়েই চলছে। রোগীর চাপ সামলাতে গিয়ে কর্তৃপক্ষকে হিমশিম খেতে হচ্ছে। চিকিৎসকরা বলছেন, হঠাৎ ভ্যাপসা গরম ও অধিক পানিশূন্যতার কারণে এবার ডায়রিয়া আক্রান্তের হার বেশি। সিভিল সার্জন বলছেন, ডায়রিয়া হলে দূষিত খাবার ও পানি পরিহার করা এবং খাবার স্যালাইনের পাশাপাশি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আইসিডিডিআর-বি হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত রোগীর চাপ দিন দিন বেড়েই চলছে। নির্দিষ্ট শয্যা ৭০টি থাকলেও আক্রান্ত রোগীর সংখ্যা সাড়ে চার গুণ বেশি হওয়ায় বিপাকে পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। অতিরিক্ত ডায়রিয়া রোগীদের নির্দিষ্ট শয্যার পাশাপাশি ফ্লোরে ও বারান্দায় বিছানা দিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, নোয়াখালী ও শরীয়তপুর জেলার আক্রান্ত রোগীর সংখ্যাই বেশি। গত এক সপ্তাহে এই হাসপাতালে আক্রান্ত হয়ে রোগী ভর্তি হয়েছে ২ হাজার ৩৪ জন। গড়ে প্রতিদিন ২৯১ জনেরও বেশি ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীর মধ্যে ৫ বছরের নিচের বয়সের ৩৪ শতাংশ এবং ৫ বছরের ঊর্ধ্বে ৬৬ শতাংশ। আক্রান্তদের বেশির ভাগ শিশু ও প্রাপ্তবয়স্ক মহিলা-পুরুষ।

সর্বশেষ খবর