মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লালমনিরহাটে টিসিবির কার্ড পাননি ৪ হাজার উপকারভোগী

রেজাউল করিম মানিক, লালমনিরহাট

লালমনিরহাটে টিসিবির কার্ড পাননি ৪ হাজার উপকারভোগী

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাজারে চলমান অস্থিরতা রোধে সরকারের ন্যায্যমূল্যের ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ফ্যামিলি কার্ড পাননি ৪ হাজার উপকারভোগী। আর তাই এই সুবিধা থেকে বঞ্চিত লালমনিরহাটের কালিগঞ্জ উপজেলার ২ ইউনিয়নেরে ৪ হাজার হতদরিদ্র মানুষ। উপজেলার ৮টি ইউনিয়নের মধ্যে ১৬ হাজার ৪৫৩ জন উপকারভোগীর সংখ্যা নির্ধারণ করার কথা থাকলেও  তালিকা জমা পড়েছে ১২ হাজার ৪২৮ জনের। ৬টি ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি হলেও বঞ্চিত রয়েছে চন্দ্রপুর ও দলগ্রাম এই ২ ইউনিয়নের মানুষ। তালিকা না জমা করায় ২ ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। এ কারণেই চেয়ারম্যানদ্বয়কে কারণ দর্শানোর নোটিস দিয়েছে উপজেলা নির্বাহী অফিসার। এদিকে, ওই দুই ইউনিয়নের বাসিন্দারা পণ্য না পেয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। রমজান শুরুর আগে অন্য ৬টি ইউনিয়নে পণ্য বিক্রি করা হলেও এখন পর্যন্ত চন্দ্রপুর ও দলগ্রাম ইউনিয়নে হয়নি। দলগ্রাম ইউনিয়নের বাসিন্দা সাখাওয়াত মিয়া বলেন, ‘সরকার অসহায় দুস্থ মানুষের কথা চিন্তা করে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করছে। বিভিন্ন স্থানে এসব পণ্য বিক্রি করা হলেও আমরা এখন পর্যন্ত পাইনি। দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন বলেন, ‘আমাকে যে বরাদ্দ দেওয়া হয়েছে এর মধ্যে আমার পরিষদ অর্ধেক আর দলীয় লোকজন অর্ধেক দেবে। তাই পরিষদ থেকে কোনো নাম প্রেরণ করা হয়নি। চন্দ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম কোনো বক্তব্য দিতে রাজি হননি। বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল মান্নান বলেন, ‘দুই ইউনিয়নের চেয়ারম্যান উপকারভোগীদের তালিকা জমা না দেওয়ায় পণ্য বিক্রি করা সম্ভব হয়নি। এ ঘটনায় তাদের কারণ দর্শানোর নোটিস দেওয়া হয়েছে। আগামী সপ্তাহে  তালিকা পেলে পণ্য দেওয়া হবে।

সর্বশেষ খবর