মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

এসিল্যান্ডের নামে চাঁদা দাবি

মেহেরপুর প্রতিনিধি

গাংনীতে এসিল্যান্ডের নাম করে চাঁদা দাবির অভিযোগ উঠেছে  গাংনী স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমানের বিরুদ্ধে। গাংনীর ব্যবসায়ীদের অভিযোগ, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান তার ব্যবহৃত মোবাইল থেকে কল করেন ও দোকানে উপস্থিত হয়ে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলমের পরিচয় দিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেছেন। গতকাল এ ঘটনা ঘটে। গাংনী মিষ্টান্ন ভান্ডারের স্বত্বাধিকারী আবদুল মালেক জানান, গতকাল সকালে গাংনী উপজেলার স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান এসে তার মুঠোফোন থেকে একজনের সঙ্গে ফোনে কথা বলে দিয়ে বলেন, আমি গাংনীর এসিল্যান্ড বলছি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর