মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

টিসিবি পণ্য বিতরণ দ্বিতীয় ধাপে শুরু হচ্ছে ৭ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক, বগুড়া

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাখতে বগুড়ায় ফ্যামিলি কার্ডের বিপরীতে টিসিবির পণ্য বিক্রিয় কার্যক্রম আবারও শুরু হতে যাচ্ছে। আগামী ৭ এপ্রিল থেকে দ্বিতীয় ধাপে কার্যক্রম শুরু হবে। প্রথম ধাপে উপকারভোগীদের মধ্যে স্বস্তি থাকায় সরকারিভাবে দ্বিতীয় ধাপে শুরু করা হবে জেলার ২৭৫টি স্পটে। প্রায় ১২ দিন ধরে চলবে এ কার্যক্রম। জেলা প্রশাসক মো. জিয়াউল হক জানান, প্রথম দফায় বগুড়ায় ১ লাখ ৬৩ হাজার ১৯৮ পরিবারকে কম মূল্যে পণ্য বিতরণ করে জেলা প্রশাসন। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের নির্ধারিত ৯৬ জন ডিলারের মাধ্যমে মসুর ডাল, সয়াবিন তেল, চিনি ও ছোলা বিক্রি করা হবে দ্বিতীয় পর্যায়ে। ভ্রাম্যমাণ ট্রাক থেকে একজন কার্ডধারী ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল ও ৬৫ টাকা কেজি দরে দুই কেজি মসুর ডাল কিনতে পারবেন।

সর্বশেষ খবর