শিরোনাম
বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

রঙিলা-৭ পিঁয়াজ চাষে সাড়া

দিনাজপুর প্রতিনিধি

পিঁয়াজের চাহিদা বাড়ায় এবং চাহিদার তুলনায় উৎপাদন ঘাটতি নিরসনে দেশের কৃষি অফিসসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানও মাঠ পর্যায়ে কাজে নেমেছেন। এরই ধারাবাহিকতায় প্রচলিত আবাদকৃত পিঁয়াজের চেয়ে দিগুণেরও বেশি ফলন হয় এমন উচ্চ ফলনশীল ‘রঙিলা-৭’ নামের একটি পিঁয়াজের জাত কৃষকের মধ্যে ছড়িয়ে দিয়েছে ইউনাইটেড সিড। আর ফলনও বেশি, লাভও বেশি হওয়ায় কৃষকের মধ্যে সাড়া ফেলেছে এ জাতটি। এ রঙিলা-৭ জাতের পিঁয়াজ আবাদে একদিকে যেমন পিঁয়াজের ঘাটতি পূরণ করবে, পাশাপাশি কৃষকও ব্যাপকভাবে লাভবান হবেন এমনটাই আশা সংশ্লিষ্টদের। গতকাল সকালে দিনাজপুর বীরগঞ্জ উপজেলার পঁচিশ মাইল দক্ষিণ প্রাণনগর গ্রামে এ উচ্চ ফলনশীল জাত রঙিলা-৭ নামের পিঁয়াজটির মাঠ দিবস অনুষ্ঠিত হয়। সংশ্লিষ্টদের দাবি, রঙিলা-৭ নামের এ উচ্চ ফলনশীল জাত প্রতি বিঘায় ১৫০ মণ ফলন পাওয়া যায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর