শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

স্কুলে বেঞ্চ সংকট মাঠে পাঠদান

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

স্কুলে বেঞ্চ সংকট মাঠে পাঠদান

কুমিল্লার বরুড়া উপজেলার নলুয়া চাঁদপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী সংখ্যা সাড়ে তিন শতাধিক। সম্প্রতি একটি একতলা ভবনের নির্মাণ কাজ শেষ হয়েছে। চারতলা ভবন নির্মাণ কাজ চলছে। এ স্কুলে রয়েছে বেঞ্চ সংকট। ফলে কিছু ক্লাস মাঠে ঘাসের ওপর শিক্ষার্থীদের বসিয়ে নিতে হচ্ছে। স্কুলে গিয়ে দেখা যায়, শিক্ষক মাঠে পাঠদান করছেন। ঘাসের ওপর বসে পড়ছেন শিক্ষার্থীরা। গ্রুপের ক্লাসগুলো এভাবে মাঠে খোলা আকাশের নিচে নেওয়া হয়। ক্লাস নিচ্ছেন শিক্ষক অঞ্জন কুমার আচার্য্য। তিনি বলেন, আমাদের ভবন হলেও বেঞ্চ পাইনি। বাধ্য হয়ে মাঠে ক্লাস নিতে হয়। এভাবে তিনটি ক্লাস নিতে হয়। বৃষ্টির সময় সমস্যায় পড়তে হয়। প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বলেন, স্কুলে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী রয়েছে। আমাদের বেঞ্চের সংকট রয়েছে। বরুড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, নতুন ভবনের সঙ্গে বেঞ্চ দেওয়ার কথা। বিষয়টি খোঁজ নিয়ে বলতে পারব। স্কুলের সংকট নিরসনে আমরা যথাযথ কর্তৃপক্ষকে জানাব।

সর্বশেষ খবর