শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

তিন বছর পর পুণ্যার্থীর জন্য উন্মুক্ত হচ্ছে রঘুনাথ মন্দির

নওগাঁ প্রতিনিধি

তিন বছর পর পুণ্যার্থীর জন্য উন্মুক্ত হচ্ছে রঘুনাথ মন্দির

তিন বছর বন্ধ থাকার পর পুণ্যার্থীদের জন্য আবার উন্মুক্ত হচ্ছে ঐতিহাসিক ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির। আগামী ১০ এপ্রিল রামের জন্মতিথির উৎসব ঘিরে প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি। চলছে মন্দির পরিষ্কারসহ ধোয়া-মোছার কাজ। একই সঙ্গে সাজসজ্জার কাজ চলছে মন্দির প্রাঙ্গণে। এবারে রামের জন্ম উৎসব সার্বজনীন উৎসবে পরিণত করতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে প্রবেশদ্বার। ভারতীয় সহকারী হাইকমিশনার সঞ্জিব কুমার ভাট্টি ও খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এমপি উৎসবে উপস্থিত থাকবেন বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জানা যায়, ঠাকুরমান্দা রঘুনাথ জিউ মন্দির ঘিরে প্রতি বছর চৈত্র মাসে রামের জন্মতিথির উৎসব পালন করা হয়। রাম নবমীর ৯ দিনব্যাপী মেলায় পুণ্যার্থীসহ লাখো মানুষের ঢল নামে এই জনপদে। জনপদটি নওগাঁর মান্দা উপজেলার ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম ধারক। উপজেলা সদর থেকে আট কিলোমিটার পশ্চিমে অবস্থিত ঠাকুরমান্দা। আত্রাই নদীর অন্যতম শাখা শিবনদ ও বিলমান্দার পশ্চিম তীরে জনপদটির অবস্থান।

‘রাজখাড়া’ জমিদারি স্টেটের কাচারিবাড়ির ভগ্নাবশেষ কালের সাক্ষী হয়ে আছে রঘুনাথ মন্দিরের পাশে। মন্দির কমিটির সভাপতি চন্দন কুমার মৈত্র বলেন, প্রতি বছর চৈত্র মাসে রামের জন্মতিথিতে মন্দিরে বিশেষ পূজা-অর্চনার আয়োজন করা হয়ে থাকে। ৯ দিন ধরে চলে এ পূজা-অর্চনা। দেশের বিভিন্ন অঞ্চলসহ ভারত থেকেও আসেন পুণ্যার্থীরা। গঙ্গাস্নান করে তারা পূজা দেন। সব ধর্ম-বর্ণের মানুষের ঢল নামে এই উৎসব ঘিরে। আবাসন সংকটের কারণে দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। তিনি আরও বলেন, করোনাকালে মন্দিরে সীমিত পরিসরে পূর্জা-অর্চনা হয়েছে। এ সময় ভক্ত-পুণ্যার্থীর জন্য মন্দিরের দ্বার বন্ধ ছিল। এবার পূজায় সবার জন্য উন্মুক্ত থাকবে। যাতে রামনবমীর উৎসব এ অঞ্চলের বাসিন্দাদের সার্বজনীন উৎসব পরিণত হয়।

সর্বশেষ খবর