শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

ক্লিনিকে গর্ভবতী নারীকে মারধরের অভিযোগ

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে গাইনি চিকিৎসকের পরামর্শে পরীক্ষা না করায় এক গর্ভবতী নারী ও স্বজনদের মারধরের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে শহরের নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের গাইনি চিকিৎসক স্মৃতি হকের  চেম্বারে এ ঘটনা ঘটে। তবে চিকিৎসকের দাবি মারধরের বিষয়টি চেম্বার থেকে চলে যাওয়ার পর ঘটেছে বলে কিছুই করার নেই। ভুক্তভোগী ও স্বজনরা অভিযোগ করে বলেন, সদর উপজেলার গড়েয়া ইউনিয়নের গোপালপুর মুন্সিপাড়া গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী মৌসুমী আক্তার নিয়মিত গাইনি চিকিৎসক স্মৃতি হকের কাছে পরামর্শ নেন। গতকাল বিকালে আবারও পরামর্শ নিতে গেলে ওই গাইনি চিকিৎসক তার মনোনীত ডায়াগনস্টিক সেন্টারে আল্ট্রাসনোগ্রামসহ পরীক্ষা নিরীক্ষা করাতে বলেন। এ সময় রোগী ও স্বজনরা অর্থ সাশ্রয় হওয়ায় অন্যত্র পরীক্ষা করিয়ে রিপোর্ট নিয়ে হাজির হন চিকিৎসকের কাছে। এতে ক্ষিপ্ত হন চিকিৎসক।

তার মনমতো ডায়াগনস্টিক সেন্টারে কেন পরীক্ষা করা হয়নি সে কারণে রিপোর্ট না দেখে ফেলে দেন। পুনরায় রিপোর্ট করাতে বলেন সেখানেই। এ সময় রোগী ও স্বজনদের সঙ্গে বাগবিতণ্ডা হলে চিকিৎসকের নিয়োজিত কর্মচারী আশিক গর্ভবতী ওই নারীকে থাপ্পড় মারেন। সঙ্গে থাকা বৃদ্ধা মা ও ভাসুর জাহাঙ্গীর এর প্রতিবাদ করতে গেলে নিরাপদ ক্লিনিক এর ক্যাশ ম্যানেজার রাসেলসহ বেশ কয়েকজন মিলে তাকেও মারধর করেন।

সর্বশেষ খবর