শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

সাতজনের বিভিন্ন মেয়াদে দণ্ড

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ডাকাতি মামলায় ছয়জনকে ১৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এ ছাড়া তাদের ৩০ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে চোরাকারবারির একটি মামলায় বিটল নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়। এ ছাড়া তাকেও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়। গতকাল দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক গোলাম সরোয়ার পৃথক দুটি মামলায় আসামিদের অনুপস্থিতিতে এ রায় প্রদান করেন। দণ্ডপ্রাপ্ত ছয় ডাকাত হলেন, সদর উপজেলার ছানোয়ার, ফরহাদ, সাজ্জাদ, দুদু মিয়া, মনোয়ার হোসেন ও পাঁচবিবির মাবুদ। আর চোরাকারবারি মামলার দণ্ডপ্রাপ্ত বিটল পাঁচবিবি উপজেলার আটাপাড়া গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে। মামলার বিবরণে জানা গেছে, ২০০৪ সালের ১৭ মার্চ রাতে হিলি থেকে একটি প্রাইভেটকারে কয়েকজন ব্যক্তিকে নিয়ে জয়পুরহাট শহরে আসছিলেন ড্রাইভার আজিজার রহমান। পথে সদর থানার বনখুর এলাকায় সংঘবদ্ধ একটি ডাকাত দল তাদের পথ রোধ করে। এ সময় প্রাইভেটকারে থাকা লোকজনদের তারা মারপিট করে সোনার চেইন, মোবাইল ও টাকা লুট করে পালিয়ে যায়। 

এ ঘটনায় পরের দিন ১২ জনের নাম উল্লেখ করে সদর থানায় একটি মামলা দায়ের করেন বাদী আজিজার রহমান। পরে একই বছরের ১৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এ মামলার দীর্ঘ শুনানি শেষে ছয়জনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিজ্ঞ আদালত আজ এ রায় প্রদান করে। এ ছাড়া বাকি ছয়জনকে খালাস দেয়।

সর্বশেষ খবর