শনিবার, ৯ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

২৯ কমিউনিটি ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

২৯ কমিউনিটি ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ

গাজীপুরের কালিয়াকৈরে জরাজীর্ণ কমিউনিটি ক্লিনিক ভবন

গাজীপুরের কালিয়াকৈরে ২৯টি কমিউনিটি ক্লিনিক ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। ঝুঁকি নিয়ে সেবা নিচ্ছেন সাধারণ জনগণ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, শিগগিরই ভবনগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলায় ৩৬টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এরমধ্যে ২৯টি ক্লিনিক ভবন ঝুঁকিপূর্ণ। বিভিন্ন ভবনের দেয়াল ও ফ্লোর ফেটে গেছে, ছাদ দিয়ে পানি পড়ে, খসে পড়ছে পলেস্তারা। ঝুঁকি নিয়েই রোগীদের স্বাস্থ্যসেবা দিচ্ছেন হেলথ কেয়ার প্রোভাইডাররা (সিএইচসিপি)। এসব ক্লিনিকে সেবা নিতে আসা রোগীরা আতঙ্কে থাকেন কখন ভবন ভেঙে পড়ে। এ ছাড়া কিছু কমিউনিটি ক্লিনিকে বিদ্যুৎ সরবরাহ নেই। কোনোটির টিউবওয়েল নষ্ট থাকায় বিপাকে পড়েছেন সেবাগ্রহীতারা। চিকিৎসা নিতে আসা জামিলা বেগম জানান, আমরা এখানে এসে আতঙ্কের মধ্যে থাকি। কখন যেন ভবন ধসে পড়ে। উপজেলার বড়ছুটি কমিউনিটি ক্লিনিকে হেলথ কেয়ার প্রোভাইডার পারুল আক্তার জানান, ভবনের বিষয়ে কর্তৃপক্ষকে জানিয়েছি এখন পর্যন্ত ঠিক করে দেয়নি। জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে যাচ্ছি। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আল বেলাল বলেন, কমিউনিটি ক্লিনিকের ঝুঁকিপূর্ণ ভবনগুলো দ্রুত সংস্কার করা হবে।

সর্বশেষ খবর