রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

লাশ আটকে টাকা আদায়

ওসি বললেন অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

নাসিরনগরে পানিতে ডুবে মারা যাওয়া শিশুর লাশ দাফনে বাধা দিয়ে মৃতের পরিবারের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ভলাকুট ইউনিয়নের দুর্গাপুর গ্রামে। শিশুটির পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার দুর্গাপুর গ্রামে দুপুরে আরিফা আক্তার নামে ১৫ মাসের এক শিশু বাড়ির পাশে ডোবায় পড়ে মারা যায়। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ ছিল না। খবর পেয়ে চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বাড়িতে এসে ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করা যাবে না বলে হুঁশিয়ারি দেন। পুলিশের দাবি করা টাকা দেওয়ার পর লাশ দাফনের অনুমতি দেন। অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কাঞ্চন কুমার সিংহ বলেন, ‘লাশের সুরতহাল রিপোর্টের কাগজ নাসিরনগর সদরে পাঠাতে নৌকা ভাড়া বাবদ ১ হাজার টাকা নেওয়া হয়েছে। ৮ হাজার টাকা নেওয়ার অভিযোগটি মিথ্যা।’ অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘টাকা নেওয়ার বিষয়টি সত্য হলে পুলিশের জন্য লজ্জার। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর