রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

নদী খননকালে মিলল জাহাজের ধ্বংসাবশেষ

চুয়াডাঙ্গা প্রতিনিধি

নদী খননকালে মিলল জাহাজের ধ্বংসাবশেষ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় ভৈরব নদ খননের সময় জাহাজের ধ্বংসাবশেষ, মানুষের মাথার খুলি ও হাড়ের সন্ধান পাওয়া গেছে। গত শুক্রবার ভৈরব নদ খননের সময় এসব দেখতে পান শ্রমিকরা। ধারণা করা হচ্ছে, জাহাজের এ ধ্বংসাবশেষ ও হাড় ২০০ বছরের পুরনো। স্থানীয়রা জানান, ২০২১ সালের ১৯ ডিসেম্বর ভৈরব নদ খনন শুরু হয়। শুক্রবার সকালে কার্পাসডাঙ্গা ডিগ্রি কলেজের পাশে খননের সময় ড্রেজারচালক জাহাজের ধ্বংসাবশেষ ও মানুষের হাড় দেখতে পান। মুহূর্তেই খবর এলাকায় ছড়িয়ে পড়ে এবং জাহাজের ধ্বংসাবশেষ, মাথার খুলি ও হাড় দেখতে ভিড় জমান লোকজন। জানা যায়, এক সময়ে ভৈরব নদ দিয়ে কার্পাসডাঙ্গা থেকে কলকাতায় বাণিজ্য করত ব্রিটিশরা। ব্রিটিশ আমলে ভৈরব নদ দিয়ে ভারতের কলকাতায় বাণিজ্য করার সময় জাহাজটি ডুবে যায় বলে ধারণা করছে অনেকে। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাছলিমা আক্তার জানান, নদ খননের সময় পাওয়া এ মালামালের বিষয়ে প্রত্নতত্ত্ব বিভাগের সঙ্গে কথা বলছি। যেগুলো পাওয়া গেছে আপাতত তা ইউনিয়ন পরিষদে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর