শিরোনাম
রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বালাসী-বাহাদুরাবাদ নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ চলাচল

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার বালাসী ফেরিঘাটে গতকাল বালাসী-বাহাদুরাবাদ রুটে পরীক্ষামূলক লঞ্চ চলাচল উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। নাব্য সংকটে ২০০০ সালে এই রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়। দীর্ঘ ২২ বছর পর আবারও পরীক্ষামূলক লঞ্চ চালুর মাধ্যমে যাত্রী পারাপার শুরু হলো।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ড. রফিকুল ইসলাম খান, গাইবান্ধার জেলা প্রশাসক অলিউর রহমান, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী নির্বাচনী ইশতেহারে ঘোষণা করেছিলেন ১০ হাজার কিলোমিটার নৌপথ তৈরি করা হবে। সে কারণে শেখ হাসিনা শুধু নৌপথই নয়, নদীমাতৃক বাংলাদেশকে ধরে রাখতে ১০০ বছরের বদ্বীপ পরিকল্পনা গ্রহণ করেছেন। লঞ্চ সার্ভিস চালুর ফলে ঢাকা-রংপুর মহাসড়ক ও যমুনা সেতুর ওপর চাপ কমবে।

সর্বশেষ খবর