রবিবার, ১০ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

উদ্ধার হয়নি সাংবাদিকের ক্যামেরা

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও শহরের নিরাপদ ডায়াগনস্টিক সেন্টারের অন্তঃসত্ত্বা রোগীকে মারধর ও সংবাদকর্মীর ক্যামেরা ছিনতাইয়ের ঘটনায় সদর থানায় অভিযোগ করা হয়েছে। অভিযোগের কয়েক ঘণ্টা পার হলেও ক্যামেরা উদ্ধার ও আসামিকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। স্থানীয় সাংবাদিক আব্দুল লতিফ লিটু বলেন,  আমার সহকর্মী রেদওয়ানুল হক মিলনসহ কয়েকজন ঘটনার ছবি ও ভিডিও ধারণ করতে গেলে ক্যাশ ম্যানেজার রাসেলসহ বেশকয়েকজন তাদের লাঞ্ছিত করে ক্যামেরা নিয়ে যায়। থানায় অভিযোগ দেওয়ার পরেও পুলিশ এখনো আসামি ও ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার করতে পারেনি। আমি ছিনতাই হওয়া ক্যামেরা উদ্ধার এবং এর সুষ্ঠু বিচার দাবি করছি। সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, আসামি পলাতক রয়েছে। আর ক্যামেরা উদ্ধারে কাজ চলছে।

পুনরায় রিপোর্ট করাতে বলেন সেখানেই। এসময়  রোগী ও স্বজনদের সঙ্গে বাকবিত হলে চিকিৎসকের নিয়োজিত কর্মচারী আশিক গর্ভবতী ওই নারীকে থাপ্পড় মারেন। সঙ্গে থাকা বৃদ্ধা মা ও ভাসুর জাহাঙ্গীর এর প্রতিবাদ করতে গেলে নিরাপদ ক্লিনিকের ক্যাশ ম্যানেজার রাসেলসহ বেশ কয়েকজন মিলে তাদেরকেও মারধর করেন।

সর্বশেষ খবর