সোমবার, ১১ এপ্রিল, ২০২২ ০০:০০ টা
সংক্ষিপ্ত

বেতনের দাবিতে অধ্যক্ষ অবরুদ্ধ

দিনাজপুর প্রতিনিধি

৯ মাসের বকেয়া বেতন ভাতাদির দাবিতে দিনাজপুর আদর্শ মহাবিদ্যালয়ের অর্নাস ক্লাসের শিক্ষকরা অধ্যক্ষকে তার কার্যালয়ে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে। শিক্ষকদের বেতন ভাতাদি পরিশোধ না করা পর্যন্ত অনার্স শিক্ষক পরিষদ তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে, অন্যের ইন্ধনে প্রতিষ্ঠানের ভাবমূর্তি নষ্ট করতেই এ ধরনের আন্দোলন তাদের, বললেন আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমান। গতকাল সকালে কলেজের ৬১ জন শিক্ষক আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. সৈয়দ রেদওয়ানুর রহমানের কাছে করোনাকালীনসহ ৯ মাসের বকেয়া বেতন ভাতাদি পরিশোধের দাবিতে তাকে অফিস রুমে ৩ ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। ৯ মাসের বকেয়া বেতন ভাতা পরিশোধের দাবিতে দিনাজপুর আদর্শ কলেজ অর্নাস শিক্ষক পরিষদের ব্যানারে এ আন্দোলন শুরু করেন তারা। এ সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আন্দোলনরত সংগঠনের সভাপতি শহিদুল্লাহ সাফি, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দীন ও সাংগঠনিক সম্পাদক মীর আজাদ আলী জানান, কলেজ ফান্ডে অর্থ থাকার পরেও অধ্যক্ষ আমাদের পাওনা বেতন পরিশোধে টালবাহানা করছেন। এ বিষয়ে তার সঙ্গে একাধিক সময়ে আলোচনা করেছি। কিন্তু তিনি কোনো না কোনোভাবে পাশ কাটিয়ে যান, তাই আমরা বাধ্য হয়েই  আন্দোলনে নেমেছি।

 

সর্বশেষ খবর