মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

শামীম হত্যাকারীদের বিচার দাবি

নারায়ণগঞ্জ প্রতিনিধি

চাষাঢ়া রেলস্টেশন-সংলগ্ন ইসদাইরে প্রকাশ্য দিবালোকে শামীমকে (৩০) কুপিয়ে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছেন তার স্বজন ও এলাকাবাসী। গতকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

শামীমের স্ত্রী শর্মী বেগম বলেন, ‘শামীম এলপি গ্যাসের ব্যবসা করতেন। গত বুধবার দুপুর ১২টার দিকে আমার মুঠোফোনে এক ব্যক্তি জানান শামীমকে রাজ্জাকের ভাঙাড়ির দোকানে আটকে রেখে কয়েকজন মিলে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে দেখি তার রক্তাক্ত লাশ মাটিতে পড়ে আছে। আমার স্বামীকে হত্যা করেছে  স্থানীয় একটি সন্ত্রাসী গ্রুপ। আমি প্রশাসনের কাছে বিচার চাই যাতে ওরা কঠিন সাজা পায়। আমার দুটি ছোট ছেলে ও মেয়ে আছে ওদের এতিম করে দিয়েছে। এ বাচ্চাদের কী হবে? আমি হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।’

মানববন্ধনে শামীমের মা বলেন, ‘আমার ছেলে মাদক বিক্রি করত না। আমি তাদের বলতে চাই- যদি তাদের কারও সঙ্গে এমনটা হতো তাহলে তারা কী করত? আমি আমার ছেলে হত্যার বিচার চাই। আসামিদের যাতে আইনের মাধ্যমে কঠিন বিচার হয়। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই। আমি এমপি শামীম ওসমানের কাছে আমার ছেলে হত্যার বিচার চাই।’

উল্লেখ্য, ৬ এপ্রিল চাষাঢ়া রেলস্টেশন ও আশপাশ এলাকার মাদক স্পটের টাকা উত্তোলন কেন্দ্র করে ফতুল্লার ইসদাইরে প্রকাশ্য দিবালোকে শামীমকে (৩০) হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

ওই ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১২ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।

সর্বশেষ খবর