বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

দিনাজপুরে প্রতিবন্ধী দম্পতির পাশে বসুন্ধরা গ্রুপ

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে প্রতিবন্ধী দম্পতির পাশে বসুন্ধরা গ্রুপ

প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের জয় বাংলা পল্লীর বাসিন্দা দৃষ্টিপ্রতিবন্ধী তাসলিমা ও তার স্বামী শারীরিক প্রতিবন্ধী আছিরুল ইসলামের জন্য খাদ্য সহায়তা নিয়ে পাশে দাঁড়িয়েছে বসুন্ধরা গ্রুপ। তাদের পরিবারের ৯ সদস্যের জন্য বসুন্ধরা গ্রুপের সহায়তায় খাদ্যসামগ্রী নিয়ে গতকাল হাজির হন কালের কণ্ঠ শুভসংঘের দিনাজপুর শাখার সভাপতি রাসেল ইসলামসহ শুভসংঘ বন্ধুরা। খাদ্যসামগ্রীর মধ্যে রয়েছে- চাল, তেল, পিঁয়াজ, ডাল, ছোলা, খেজুর, রসুন, আদা, লবণ, হলুদ, মরিচ, মসলা, মিষ্টি কুমড়া, আলু, মুড়ি, চিনি ও সেমাই। আগে থেকে কিছু না জানিয়ে হঠাৎ বাড়িতে লোকজন দেখে আশ্চর্য হন তাসলিমা ও আছিরুল। তাদের জন্য খাদ্যসামগ্রী আনা হয়েছে তা যেন বিশ্বাস করতেই পারছিলেন না হতদরিদ্র পরিবারের সদস্যরা। সাহায্য পেয়ে তাদের চোখ দিয়ে ঝরে আনন্দাশ্রু।

দৃষ্টিপ্রতিবন্ধী তাসলিমা বলেন, ‘অনেক খাবার, এইলা হামার ১৫-২০ দিন চলি যাবি। এই কটা দিন অজা (রোজা) থাকি মানুষটাক আর মাইষের বাড়ি ভিক্ষা করিবা যাবা হবি নাই। এত অভাবত বসুন্ধরা গ্রুপ হামাক এতুরা খাবার দিলি। ইফতার করি নামাজ পড়ি হাত তুলি দোয়া করিম যেন আল্লাহ ওমারঘরে ভাল করে।’ উল্লেখ্য, দিনাজপুরের বোচাগঞ্জের জয় বাংলা পল্লীর বাসিন্দা তাসলিমা টাইফয়েটে আক্রান্ত হয়ে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন। আছিরুল ইসলাম জন্মগতভাবেই প্রতিবন্ধী। এই দম্পতির ঘরে রয়েছে পাঁচ মেয়ে ও দুই ছেলে। ৯ সদস্যের পরিবারে অভাব-অনটন নিত্যসঙ্গী। শারীরিক প্রতিবন্ধী আছিরুল ভিক্ষাবৃত্তি করে সংসার চালান।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর