বুধবার, ১৩ এপ্রিল, ২০২২ ০০:০০ টা

গোর-এ শহীদে হবে দেশের সবচেয়ে বড় ঈদ জামাত

দিনাজপুর প্রতিনিধি

গত দুই বছর পর উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুরের গোর-এ শহীদ ময়দানে আবারও পবিত্র ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গত দুই বছর করোনা মহামারির কারণে ঈদের জামাত অনুষ্ঠিত হযনি। এবার পরিস্থিতি অনুকূলে থাকায় ঈদুল ফিতরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের সবচেয়ে বড় ঈদের জামাত। এ লক্ষ্যে গতকাল সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গোর-এ শহীদ ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের জামাত সুষ্ঠুভাবে সম্পন্ন করার নিমিত্তে কেন্দ্রীয় ঈদগাহ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। প্রস্তুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঈদগাহ্ ময়দানের উদ্যোক্তা ও পরিকল্পনাকারী, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।  এদিকে উপমহাদেশের সবচেয়ে বড় ঈদগাহ মাঠ দিনাজপুর গোর-এ শহীদ ময়দানে বছরের বিভিন্ন সময় দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ দেখতে আসেন। আধুনিক স্থাপত্যশৈলীসমৃদ্ধ ঈদগাহ মিনারকে নতুনরূপে সাজে সাজানো হয়েছে। সন্ধ্যা হলেই রঙিন বাতিতে আলোকিত হচ্ছে বিশাল এ ময়দান। জেলার মুসল্লিরা এ মাঠে নামাজ আদায় করে তৃপ্তি পান।

দেখতে আসা রফিকুলসহ কয়েকজন জানান, এ ঈদগাহ মাঠে দূর-দূরান্তের মানুষের নামাজ আদায়ের জন্য ঈদের দিন পঞ্চগড় থেকে দিনাজপুর এবং হাকিমপুর থেকে দিনাজপুর রেলরুটে ট্রেন সার্ভিস দেওয়ার আবেদন জানান। এ গোরে শহীদ ময়দানে একসঙ্গে ১০ লাখ মানুষ ঈদের জামাত আদায় করতে পারার ব্যবস্থা রয়েছে। উপমহাদেশে এত বড় ঈদগাহ মাঠ দ্বিতীয়টি নেই। এবারেও ঈদের জামাতে ইমামতি করবেন মাওলানা শামসুল ইসলাম কাসেমী বলে জানা যায়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর